A Businessman Was Beaten By Some Club Members

দুর্গাপুজোর চাঁদা দশ হাজার টাকা! দিতে অস্বীকার করায় ব‍্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ তপসিয়ায়, গ্রেফতার দু’জন

শনিবার রাতে দীপক দে এবং রবিন গনজালভে নামে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্তদের ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছ থেকে পাকড়াও করা হয়েছে। অভিযোগকারী ব্যক্তির পরিবারের তরফে যে ভিডিয়ো দেওয়া হয়েছিল, সেখানে এই দু’জনকে দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।

তপসিয়ায় মারধরের ঘটনায় গ্রেফতার দু’জন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৫

দুর্গাপুজোর চাঁদা বাবদ দাবি করা হয় দশ হাজার টাকা। দিতে রাজি না হননি ব‍্যবসায়ী। তাই বাড়ি খেকে বার করে ব‍্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তপসিয়ায়। আক্রান্ত ব‍্যবসায়ীর নাম অমিত সরকার। ঘটনায় গুরুতর জখম হন অমিত। তাঁকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে তোপসিয়া থানার পুলিশ।

তপসিয়া খানা এলাকায় অমিত সরকারের একটি সাইকেল ও মোটরবাইক সারানের দোকান রয়েছে। ওই ব‍্যবসায়ীর অভিযোগ, তাঁর থেকে দুর্গাপুজোর চাঁদা বাবদ চার হাজার টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে রাজিও ছিলেন। কিন্তু এর মধ‍্যেই শুক্রবার ক্লাবের পুজো কমিটির কয়েক জন অতিতের বাড়িতে চড়াও হয়। এর মধ‍্যেই অমিতের থেকে চাঁদা বাবদ দশ হাজার টাকা দাবি করতে থাকেন। এত টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় বাড়ি থেকে টেনে বার করে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন। তাঁর দাবি, ওই দলে কমিটির উদ‍্যোক্তারা ছাড়াও সঙ্গে আরও অনেকে ছিলেন, যাদের তিনি চেনেন না। শুধু তা-ই নয়, সকলে মদ‍্যপ অবস্থায় ছিল বলেও তিনি পুলিশকে জানিয়েছেন।

মারধরের ঘটনায় গুরুতর জখম হন অমিত সরকার। নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে। সেই ঘটনায় শনিবার রাতে দীপক দে এবং রবিন গনজালভে নামে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সুত্রের খবর, অভিযুক্তদের ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছ থেকে পাকড়াও করা হয়েছে। অভিযোগকারী ব্যক্তির পরিবারের তরফে যে ভিডিয়ো দেওয়া হয়েছিল, সেখানে এই দু’জনকে দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।


Share