SSC Scam

নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না ‘দাগি’ অযোগ্যেরা, সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ

বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘দাগি’ অযোগ্যেরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকবে।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:১০ জুলাই ২০২৫ ০৬:৩০

স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ পড়ল ‘দাগি’ অযোগ্যেরা। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট এসএসসির নতুন নিয়োগের বিজ্ঞপ্তিত নিয়ে শুনানিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

এ দিন আদালতে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘দাগি’ অযোগ্যেরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। ইতিমধ্যেই ‘দাগি’ অযোগ্যেরা যারা আবেদন করেছে তাদের বাদ দিতে হবে। এই বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট। অর্থাৎ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গত ৩০ মে এসএসসি যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, সেটাকে সামনে রেখে নিয়োগপ্রক্রিয়া চালিয়ে যেতে হবে। রাজ্য অযোগ্যদের পাশে দাঁড়ালেও শেষরক্ষা হল না।

এসএসসির নতুন গত সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিল, চিহ্নিত ‘দাগি’ অযোগ্য যারা তাদের নতুন নিয়োগপ্রক্রিয়ায় সুযোগ দেওয়া হবে না। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় এসএসসি এবং রাজ্য সরকার।

ডিভিশন বেঞ্চের প্রশ্ন, এসএসসি কেন ‘দাগি’দের পাশে দাঁড়াচ্ছে? উত্তরে এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়ে বলেন, “‘দাগি’দের চাকরি বাতিল হয়েছে। তারা বেতনও ফেরত দিচ্ছেন। তাহলে তাদের কেন পরীক্ষায় বসতে দেওয়া হবে না? একই অপরাধের জন্য তাদের দু’বার শাস্তি দেওয়া হবে? এটা আইনের পরিপন্থী।”

এসএসসি এবং রাজ্য বৃহস্পতিবার হাই কোর্টকে আরও ব্যাখ্যা দেওয়া হয়, কারা নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, আর কারাই বা পারবেন না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। মেয়াদ-উত্তীর্ণ প্যানেল, প্যানেল বহির্ভূত এবং সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন, তাদেরকে ‘দাগি’ বলে চিহ্নিত করেছিল হাই কোর্ট। হাই কোর্টের সেই রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তার বাইরে আর নতুন কাউকে ‘দাদি’ বলে চিহ্নিত করা হয়নি। তবে নতুন নিয়োগে তারা বসতে পারবেন কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ নেই। সেই বিষয়ে বিশদে জানতেই ডিভিশন বেঞ্চর কাছে দ্বারস্থ হয়েছে এসএসসি।

বৃহস্পতিবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হাই কোর্টকে জানান, সংবিধানের ১৬ অনুচ্ছেদ অনুযায়ী, ‘দাগি’ অযোগ্যদেরও মৌলিক অধিকার রয়েছে। তারা নিয়োগে যদি যোগ দিতে না  পারে তাহলে তাদের ভবিষ্যতের ‘অপূরণীয় ক্ষতি’ হয়ে যাবে। যদিও সেই যুক্তি ধোপে টেকেনি।


Share