Cyber Crime

সাইবার প্রতারণার অভিযোগে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার নিহত পুলিশকর্মী বাপি সেনের ছেলে, অন্তর্বর্তী জামিন মঞ্জুর আদালতের

শনিবার দিল্লি পুলিশের একটি দল বেহালার পর্ণশ্রীর বাড়িতে অভিযান চালায়। সোমশুভ্রকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করে। তাঁর কথায় অসঙ্গতি মেলায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁকে রবিবার হেফাজতে চেয়ে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে সোমশুভ্রকে আলিপুর আদালতে হাজির করানো হয়।

আদালতের তোলা হয়েছে অভিযুক্তকে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০১:২৮

তরুণীকে হেনস্থা হতে দেখে পুলিশকর্মীদের মারে প্রাণ হারিয়েছিলেন পুলিশকর্মী বাপি সেন। এ বার তাঁর ছেলের সাইবার প্রতারণার অভিযোগে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, তিনি সাইবার প্রতারণার মাধ‍্যমে অন‍্যের অ‍্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।

দিল্লিতে ঘটনাটি ঘটেছে। গত বছরের ডিসেম্বরে দিল্লির সাইবার থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ, বিনিয়োগের নাম করে সাইবার প্রতারণার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তদন্তে নেমে পুলিশ, নিহত পুলিশকর্মী বাপি সেনের ছেলে সোমশুভ্র সেনের (২৩) খোঁজ পায়। জানা যায়, খোয়া যাওয়া টাকা যে অ‍্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে, কলকাতায় বসে সোমশুভ্র সেই অ‍্যাকাউন্ট থেকে টাকা তুলেছে।

শনিবার দিল্লি পুলিশের একটি দল বেহালার পর্ণশ্রীর বাড়িতে অভিযান চালায়। সোমশুভ্রকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করে। তাঁর কথায় অসঙ্গতি মেলায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁকে রবিবার হেফাজতে চেয়ে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে সোমশুভ্রকে আলিপুর আদালতে হাজির করানো হয়। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেনি। সোমশুভ্রকে দু’হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে। তবে আদালতের নির্দেশ, দিল্লি আদালতে গিয়ে বাপি সেনের ছেলে সোমশুভ্র সেনকে হাজিরা দিতে হবে।

২০০২ সালে বর্ষবরণের মধ‍্যরাতে বউবাজারে এক তরুণীকে উত্যক্ত করছিল কয়েক জন পুলিশকর্মী। তাঁরা কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কর্মী ছিলেন। মদ‍্যপ অবস্থায় ছিলেন। তা দেখে বাপি সেন প্রতিবাদ করতে যান। সেই সময় বাপি কলকাতা ট্রাফিক পুলিশের সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। ওই মদ‍্যপ পুলিশ কর্মীদের মারের চোটে গুরুতর জখম হন। প্রায় ২০ মিনিট ধরে তাঁকে মারধর করা হয়। টানা ছ’দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে ২০০৩ সালের ৬ জানুয়ারি মৃত্যু হয়। বাপির দুই সন্তান সোমশুভ্র এবং শঙ্খশুভ্র নেহাতই ছোট ছিলেন। 


Share