Special Intensive Rivision

রাজ্যে এসআইআর পর্বে মৃত ভোটার ২৩ লক্ষের গন্ডি পার, অসংগৃহীত ফর্মে রেকর্ড বৃদ্ধি, খবর কমিশন সূত্রের

কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯-এর মধ্যে ৭ কোটি ৬৬ লক্ষ ১১ হাজার ৬৪৮টি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এখনও কিছু ফর্ম বিলি করার কাজ বাকি রয়েছে। তা দ্রুত সম্পন্ন করার জন‍্য বলা হয়েছে বলে জানা গিয়েছে। সেই ফর্ম ফিরে আসার পরে তার ৯৯ শতাংশের বেশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজ হয়ে গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১০:৩৬

রাজ্যে এসআইআর পর্বে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষের গন্ডি পেরোলো। কমিশন সূত্রের খবর, বিকেল ৪টে পর্যন্ত রাজ‍্যে মৃত ভোটার ধরা পড়েছে ২৩ লক্ষ ৭১ হাজার ২৩৯ জন। যাদের খোঁজ পাওয়া যায়নি এমন ভোটার রয়েছে ১০ লক্ষ ১৫ হাজার ১২২। 

কমিশন সূত্রের খবর, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ যত এগিয়েছে তালিকা ততই লম্বা হচ্ছে। জানা গিয়েছে, মৃত এবং নিখোঁজ ভোটার ছাড়াও, স্থানান্তিরত ভোটার রয়েছে ১৯ লক্ষ ৮ হাজার ২৩৩। যাদের নাম একাধিক কেন্দ্রে রয়েছে, এমন ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৩২৯ জন। সব মিলিয়ে শুক্রবারের হিসেব অনুযায়ী, ৫৪ লক্ষ ৫৯ হাজার ৫৪১ নাম বাদ পড়তে চলেছে খসড়া তালিকা থেকে। 

কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯-এর মধ্যে ৭ কোটি ৬৬ লক্ষ ১১ হাজার ৬৪৮টি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এখনও কিছু ফর্ম বিলি করার কাজ বাকি রয়েছে। তা দ্রুত সম্পন্ন করার জন‍্য বলা হয়েছে বলে জানা গিয়েছে। সেই ফর্ম ফিরে আসার পরে তার ৯৯ শতাংশের বেশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজ হয়ে গিয়েছে। বাকি কাজ আগামী ১১ ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে বলে মনে করছে নির্বাচন কমিশন।


Share