Kolkata Police Arrest Ten People in Alleged Cyber Fraud

কলকাতায় বসে আমেরিকায় সাইবার প্রতারণার ফাঁদ, উদ্ধার লক্ষ লক্ষ টাকা, দামি ঘড়ি, ধৃত ১০ জন

লালবাজার জানিয়েছে, এই চক্রের মূল পাণ্ডা জায়েদ খান-সহ দশ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে দশটি মোবাইল ফোন, আটটি ল‍্যপটপ (যার মধ্যে সাতটি দামি) উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি এন্টালির ওই ফ্লাট থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সোনার গয়না।

পুলিশের তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণে টাকা-গয়না-দামি ঘড়ি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৮

বেআইনি কলসেন্টার খুলে লক্ষাধিক টাকার প্রতারণা অভিযোগ। কলকাতার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে দশ লক্ষ টাকা নগদ, বেশ কয়েকটি দামি ঘড়ি, প্রচুর সোনা উদ্ধার করল পুলিশ। প্রতারণার অভিযোগে জায়েদ খান-সহ দশ জনকে গ্রেফতার করা হয়েছে। লালবাজার সুত্রের খবর, কলকাতায় বসে আমেরিকার বাসিন্দাদের সঙ্গে প্রতারণা করা হত।

জানা গিয়েছে, সপ্তাহ খানেক আগে সাইবার থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের একাধিক যায় পুলিশের গোয়েন্দারা তল্লাশি চালান। ভুয়ো কলসেন্টারের খোঁজে অভিযান চালিয়েছিলেন তাঁরা। তাতে দু’টি ফ্লাটে অভিযান চালিয়ে মোট দশ জনকে গ্রেফতার করা হয়। তারা ফ্লাটবাড়িতেই অফিস খুলে প্রতারণা করছিল বলে অভিযোগ।

বুধবার লালবাজারের এক পুলিশকর্তা জানান, “ভুয়ো এবং প্রতারণামূলক কলসেন্টার পরিচালনার সঙ্গে জড়িত ব‍্যক্তিদের ধরতে আমরা অভিযানে চালিয়েছি। একটি অভিযোগ আসে, যেখানে পেপ‍্যালের মতো বড় সংস্থার কর্মচারী পরিচয়ে আমেরিকার বাসিন্দাদের ফোন করা হচ্ছে। তাঁদেরকে প্রযুক্তিগত পরিষেবা-সহ অন্যান্য সুবিধা দেওয়ার কথা বলে আর্থিক প্রতারণা করা হয়েছে। গোটাটাই ভিওআইপি কলের মাধ্যমে করা হয়েছে।“

লালবাজার জানিয়েছে, এই চক্রের মূল পাণ্ডা জায়েদ খান-সহ দশ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে দশটি মোবাইল ফোন, আটটি ল‍্যপটপ (যার মধ্যে সাতটি দামি) উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি এন্টালির ওই ফ্লাট থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সোনার গয়না। সেখান থেকেই দশ লক্ষ টাকা নগদ এবং দামি দামি হাতঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। যে দুটি এসইউভি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, তা জায়েদ খানের নামেই রয়েছে বলে জানা গিয়েছে। এ ছাড়াও একটি ওই ফ্ল‍্যাট থেকে তিনটি খাতা উদ্ধার হয়েছে। যাতে কলসেন্টারের হিসেব লেখা আছে বলে দাবি করেছে পুলিশ। ঘটনাস্থলে জমির কিছু কাগজপত্র মিলেছে তদন্তকারীদের। ধৃতদের বুধবার আদালতে পেশ করা হবে।


Share