Money Scam Busted

কোটির প্রতারণা ফাঁস! চেন্নাই থেকে গ্রেফতার সিকন্দর, উদ্ধার ৩০ লক্ষের বেশি টাকা

হোয়াট্‌সঅ্যাপ জালিয়াতিতে বেসরকারি হাসপাতালের কোটি টাকা খোয়ানোর ঘটনায় চেন্নাই থেকে মূল অভিযুক্ত গ্রেফতার। উদ্ধার ৩০ লক্ষের বেশি টাকা। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্যের ইঙ্গিত পুলিশের।

গ্রেফতার অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:৪৫

প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোটি টাকা খোয়ানোর ঘটনায় অবশেষে সাফল্য পেল পুলিশ। তামিলনাড়ুর চেন্নাই থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হয়েছে। উদ্ধার হয়েছে প্রতারণার টাকার একটি বড় অংশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শুরুতে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট অতনু মুখোপাধ্যায়ের হোয়াট্‌সঅ্যাপে একটি অচেনা নম্বর থেকে মেসেজ আসে। প্রোফাইল ছবিতে ছিল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শর্মার ছবি। মেসেজে জানানো হয়, পুরনো নম্বর আর ব্যবহার করা হচ্ছে না এবং এই নতুন নম্বরেই সংস্থার যাবতীয় কাজকর্ম হবে। সেই বার্তায় বিশ্বাস করেন অতনু।

পরের দিন ওই নম্বর থেকেই হাসপাতালের অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাঠানোর নির্দেশ আসে। সংস্থার শীর্ষ কর্তৃপক্ষের নির্দেশ ভেবে সেই টাকা স্থানান্তর করা হয়। পরে বিষয়টি যাচাই করতে গিয়েই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে।

এরপর বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ প্রতারণায় ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে অভিযুক্তের সন্ধান পায়। চেন্নাই থেকে গ্রেফতার করা হয় সিকন্দর বাছা নামে ওই প্রতারককে। তাকে ট্রানজিট রিমান্ডে বিধাননগর থানায় এনে আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

পুলিশ জানিয়েছে, খোয়া যাওয়া টাকার মধ্যে এখনও পর্যন্ত ৩০ লক্ষ ৭২ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


Share