Kolkata Police Stoped Army Truck

বরাত জোরে রক্ষা পেল সিপির গাড়ি, রাইটার্সের সামনে সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ

রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনাবাহিনীর একটি ট্রাককে আটকায় কলকাতা পুলিশ। অভিযোগ, ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে।

রাইটার্সের সামনে আটকানো হয়েছে সেনাবাহিনীর ট্রাক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০২ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৩

রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনাবাহিনীর ট্রাক আটকাল কলকাতা পুলিশ। অভিযোগ, বিপজ্জনক ভাবে গাড়িটি বাঁক নিয়েছে। এর ফলে ট্রাফিক আইন লঙ্ঘন হয়েছে। ওই ট্রাকের পিছনেই ছিল কলকাতা পুলিশের কমিশনার (সিপি) মনোজ বর্মার গাড়ি। অল্পের জন্য বিপদ এড়ায় সিপির গাড়িটি। ঘটনাস্থলে আসে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ইস্টার্ন কমান্ডের আধিকারিকরাও ঘটনাস্থলে যান।

লালবাজারের তরফে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে, সেনার একটি ট্রাক সোজা আসতে আসতে আচমকাই ডান দিকে বাঁক নেওয়ার চেষ্টা করছে। ট্রাকটির পিছনেই ছিল সিপির গাড়ি। ট্রাকটি বাঁক নেওয়ার সময় পাশে থাকা কমিশনারের গাড়ি আরও ডান দিকে চেপে যাচ্ছে। কলকাতা পুলিশের তরফে ওই রাস্তায় ‘নো রাইট টার্ন’ লেখা একটি ছবিও প্রকাশ করা হয়েছে। পুলিশের দাবি, ওই রাস্তায় ডান দিকে বাঁক নেওয়ার অনুমতি না থাকলেও ট্রাকটি তা-ই করার চেষ্টা করছিল।

লালবাজারের তরফে জানানো হয়েছে, সেনাবাহিনীর একটি ট্রাক ফোর্ট উইলিয়ামের দিক থেকে পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে সেটি বিপজ্জনক ভাবে ডান দিকে বাঁক নেয়। যে রাস্তায় ঢোকার চেষ্টা করছিল ওই রাস্তায় বাঁক নেওয়া যায় না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এর ফলে সেনাবাহিনী ট্রাকটি ট্রাফিক আইন অমান্য করেছে। এই নিয়মভঙ্গের জন্য কী পদক্ষেপ করা হবে, তা খতিয়ে দেখা হচ্ছে লালবাজার সূত্রের খবর। 

সিসিটিভি ফুটেজে আরও দেখা যাচ্ছে, ওই ট্রাকটির পিছনেই ছিল কলকাতা পুলিশের কমিশনার (সিপি) মনোজ বর্মার গাড়ি। সেনাবাহিনীর ট্রাকটি আচমকা ডান দিকে বাঁক নেওয়ার সময় সেই গাড়িটিও ডান দিকে সরার চেষ্টা করে। পাশেই ছিল ডিভাইডার। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা হতেই পারত। বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছে তাঁর গাড়ি। কলকাতার পুলিশের কমিশনারের গাড়ি যখন রাস্তায় চলে, তখন সংশ্লিষ্ট রুটে অন্য কোনও গাড়ি ঢুকতে পারে না। তবে এ দিন সেই রুটে এই গাড়িটি কীভাবে ঢুকে পড়ল, তা নিয়েও উঠছে প্রশ্ন।

যদিও ট্রাকে থাকা এক সেনাকর্মী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সিগন্যাল খোলা থাকায় ট্রাক ডান দিকে বাঁক নেয়। একসঙ্গে ওই সেনাকর্মী এ-ও জানিয়েছেন, ট্রাকের পিছনে যে সিপির গাড়ি ছিল, তা তাঁরা জানতেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। বেশ কিছু ক্ষণ গাড়িটিকে আটকে রাখা হয়। এর পরে সেটা হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। দুপুর ১টা নাগাদ গাড়িটিকে ছেড়ে দেওয়া হয়।


Share