Drug Kingpin Arrest

মালদহ থেকে দেশজুড়ে মাদক পাচার! কলকাতায় ধরা পড়ল মাদক মাফিয়া এনারুল

কলকাতার এন্টালি থেকে গ্রেফতার রাজ্যের কুখ্যাত ড্রাগ মাফিয়া এনারুল শেখ। মালদহ পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ে মাদক চক্রের এই ‘কিংপিন’, গ্রেফতার তার এক সহযোগীও।

মালদহ এসপি অফিস
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০৫:১৪

কলকাতার এন্টালি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মাদক মাফিয়া এনারুল হক ওরফে এনারুল শেখকে। মালদহ জেলার পুলিশের বিশেষ অভিযানে এন্টালি থানা এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। অভিযানে তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনারুল শেখ এই রাজ্যের মাদক পাচার চক্রের অন্যতম ‘কিংপিন’ এনারুল। মালদহের কালিয়াচক থানার অন্তর্গত মজমপুর এলাকা থেকে উত্তর-পূর্ব ভারত-সহ দেশের বিভিন্ন প্রান্তে মাদক পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই চক্রের সঙ্গে একাধিক ব্যক্তি যুক্ত ছিল বলেও তদন্তে উঠে এসেছে।

দীর্ঘদিন ধরেই এনারুল শেখের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।


Share