Kolkata Metro

চলবে সিগন্যালের কাজ, এ বার থেকে প্রতি রবিবার গ্রিনলাইনে বন্ধ থাকবে মেট্রো চলাচল, সিদ্ধান্ত মেট্রোরেলের

এ বার থেকে প্রতি রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এ বার থেকে প্রতি রবিবার গ্রিনলাইনে বন্ধ থাকবে মেট্রো চলাচল।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:২০ মার্চ ২০২৫ ১২:০০

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিগন্যালের কাজের জন্য এ বার থেকে প্রতি রবিবার গ্রিনলাইনে মেট্রো চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি জারি করে জানাল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মেট্রো পরিষেবা প্রতি রবিবার বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল।? 

রবিবার সাধারণত এই দু’টি রুটে যাত্রীদের সংখ্যা কম থাকে। সেই কারণে প্রযুক্তির পরীক্ষা করার জন্য রবিবারকে বেছে নেওয়া হয়েছে। বুধবার বিজ্ঞপ্তি জারি করে মেট্রোরেল জানিয়েছে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত লাইনে সিগন্যালিংয়ের ব্যবস্থা পরীক্ষা করা হবে। সেই জন্য প্রতি রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।? 

যে সিগন্যালিং ব্যবস্থায় এই দিনগুলিতে কাজ হবে তার নাম সিবিটিসি বা কমিউনিকেশন বেসড ট্রেন নিয়ন্ত্রণ। জানা গিয়েছে, এই সিগন্যালিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে একটি বিশেষ সফটওয়্যার। যাতে চালকের ভূমিকা কম থাকবে। তাঁদের মতে, আগের স্টেশনে থাকা ট্রেন কতটা দূরে গেলে পরের স্টেশনে থাকা ট্রেন সিগন্যাল পাবে, তা নিয়ন্ত্রণ করবে ওই বিশেষ সফটওয়্যার। উল্লেখ্য, এই বিশেষ সফটওয়্যার পরিচর্যা করছে একটি বিদেশি সংস্থা। বুধবার মেট্রোরেলের জনসংযোগ আধিকারিক রূপায়ণ দে বলেন, “এই সফটওয়্যার কতটা কাজ করতে পারছে, কী ত্রুটি রয়েছে তা প্রতি রবিবার এর পরীক্ষা করা হবে। যদি কোনও ত্রুটি ধরা পড়ে সেটাকে সম্পূর্ণ নির্মূল করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”? 

তাঁর দাবি, “এই সফটওয়্যার যদি আসছে রবিবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তাহলে তার পরের রবিবার থেকেই ফের পরিষেবা দিতে পারব। যদি ত্রুটি ধরা পড়ে তাহলে ক্রমাগত তার ওপর পরীক্ষা চালিয়ে ত্রুটিকে সম্পূর্ণ নির্মূল করা হবে। শূন্য শতাংশের এই ত্রুটিকে নামিয়ে আনাই হবে আমাদের লক্ষ‍্য।” তবে শিয়ালদহ স্টেশন এবং এসপ্লানেড স্টেশনে সংযোগের কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তার পরই যাত্রীদের জন্য পরিষেবা চালু করা যাবে বলে মনে করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।? 


Share