Special Intensive Revision

পর্যবেক্ষকের গাড়িতে হামলার ঘটনায় রাজ‍্য পুলিশের ডিজির সঙ্গে কথা সিইওর, রিপোর্ট দেওয়া হবে নির্বাচন কমিশনকে

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এবং ফলতা-সহ যে সব জায়গায় স্পর্শকাতর, সেখানে আরও বেশি করে পরিদর্শকেরা যাবেন। তাঁদের নিরাপত্তার সুনিশ্চিত করবে জেলাশাসক এবং পুলিশ সুপার। না হলে কড়া সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।

সি মুরুগানের গাড়ি ভাঙচুর।
নিজস্ব সংবাদদাতা, মগরাহাট
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:৫০

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় কমিশনের রোল অবজার্ভার সি মুরুগানকে। গাড়িতে হামলার জেরে লক ভেঙে যায়। কমিশন সূত্রের খবর, কমিশনের আধিকারিকদের নিরাপত্তার কথা মনে করিয়ে দিয়ে রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। ঘটনার বিস্তারিত দিল্লির নির্বাচন কমিশনকেও জানানো হবে।

ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার কমিশনের রোল অবজার্ভার সি মুরুগান বলেন, “আমি আইএএস অফিসার। আমি আমরার কাজ করেই যাব।” পর্যবেক্ষক বুঝিয়ে দেন, তাঁকে নির্বাচন কমিশন দায়িত্ব দিয়েছে। তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। সেই ঘটনার পরেই মুরুগান বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে জানান।

কমিশন সূত্রের খবর, সি মুরুগানের গাড়িতে হামলার ঘটনায় আলাদা করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। এমন ঘটনা যাতে আর না হয় তা নিশ্চিত করতে ফের নির্দেশ দিয়েছেন তিনি। চেয়েছেন রিপোর্টও। এ ছাড়াও, আগামীকালের মধ্যে পুলিশের নোডাল অফিসার, জেলাশাসক এবং ইআরও সম্মিলিত রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। দিল্লি এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে যা ব‍্যবস্থা নিতে নির্দেশ দেবে, তা অক্ষরে অক্ষরে পালন করবে জেলাশাসক।

কমিশন সূত্রের এ-ও জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এবং ফলতা-সহ যে সব জায়গায় স্পর্শকাতর, সেখানে আরও বেশি করে পরিদর্শকেরা যাবেন। তাঁদের নিরাপত্তার সুনিশ্চিত করবে জেলাশাসক এবং পুলিশ সুপার। না হলে কড়া সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। 

সকালে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান মগরাহাটের ২ ব্লকের সিরাকল হাই স্কুলে যান। সেখানে স্থানীয় পঞ্চায়েতের নেতা মহম্মদ মুজিবর মন্ডলের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, তৃণমূলের বিএলএ-দের শুনানি কেন্দ্রে থাকতে দিতে হবে। না দিলে শুনানি হবে না। তাঁদের আরও দাবি, তাঁরা এসআইআর চায় না। কেন্দ্র যে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে তা অবিলম্বে ফেরত দিতে হবে। 

এর পরে রোল অবজার্ভার সি মুরুগান মগরাহাট ২ ব্লকের বিডিও অফিসের দিকে যান। সেই সময় রাস্তার দু’ধারে মহিলা তৃণমূলের কর্মীরা জড়ো হতে শুরু করেন। সেই অফিস থেকে বেরিয়ে আসার সময় গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। গাড়িতে চড় মারে তৃণমূলের কর্মীরা। হামলার জেরে গাড়ির চালকের আসনের লক ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, একশো দিনের কাজের টাকা দাবি এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজের নাম করে মানুষকে হররানি হচ্ছে। তাঁদের সরাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ঘটনাস্থলে দেখা যায়নি একজনও মহিলা পুলিশ কর্মীদের।


Share    

SIR