Additional Metro Services On The Puja Carnival

রবিবার কার্নিভাল, দর্শনার্থীদের কথা ভেবে অতিরিক্ত মেট্রো পরিষেবার কথা ঘোষণা কতৃর্পক্ষের

প্রতিবছর পুজো কার্নিভালে শুধু শহরের নয় জেলার বেশ কিছু বাছাই করা দুর্গা প্রতিমা প্রদর্শিত হয়। তা দেখতে কার্নিভালে যোগ দেয় দেশ বিদেশের হাজার হাজার মানুষ। তাদের কথা মাথায় রেখেই রবিবার অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু হল।

কার্নিভালের দিনে মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৪ অক্টোবর ২০২৫ ০৩:০২

আগামী ৫ অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল। দুর্গাপুজোর পর এ বার রবিবার কার্নিভালের দিনেও চলবে অতিরিক্ত মেট্রো। শহর কলকাতার প্রাণ এই মেট্রো রেলের ওপর ভরসা করে পুজোতে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন দর্শনার্থীরা। তাই যাত্রীদের সুবিধার্থে ওই দিনেও অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। 

পুজো কার্নিভালে কলকাতার সমস্ত বড়ো বড়ো ঠাকুর প্রদর্শিত হয়। তা দেখতে শহর এবং শহরতলি থেকে ছুটে আসে হাজার হাজার মানুষ। এই প্রদর্শন শেষ হতে প্রায়শই অনেকটাই রাত হয়ে যায়। ফলে বাড়ি ফেরার জন্য ঝক্কি পোহাতে হয় দর্শনার্থীদের। ফলে সমস্ত দর্শনার্থীদের কথা মাথায় রেখে রবিবার রাতে বাড়তি ছ’টি মেট্রো রেলের ব্যবস্থা করল কর্তৃপক্ষ। 

মেট্রো রেল জানিয়েছে, ব্লু-লাইনে রাতে শেষ মেট্রোর পর অতিরিক্ত ছ’টি মেট্রো চলবে। ২০ মিনিট অন্তর এই পরিষেবা মিলবে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিনেশ্বরের উদ্দেশ্যে মেট্রো ছাড়বে রাত ১০টা ০৩ মিনিটে, ১০টা ২৩ মিনিটে ও ১০টা ৪৩ মিনিটে। আবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো মিলবে রাত ৯টা ৫৩ মিনিটে, ১০টা ১৩ মিনিটে এবং ১০টা ৩৩ মিনিটে।

পাশাপাশি গ্রিন লাইনের সল্টলেক সেক্টর ফাইভ থেকে ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট এবং ১১ টায় মেট্রো ছাড়াবে। যাবে হাওড়া ময়দান পর্যন্ত। অন‍্যদিকে, হাওড়া ময়দান থেকে ১০টা ২০ মিনিট , ১১টা ৪০ মিনিট ও ১১টায় মেট্রো ছাড়বে। যাবে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত।

রবিবার দুপুর ২টো থেকে রেড রোডে শুরু হবে দুর্গাপুজোর কার্নিভাল। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ওই দিন মেট্রো রাত পর্যন্ত চলায়, বহু মানুষ মেট্রো রুট ব্যবহার করে বাড়ি ফিরতে পারবেন।


Share