Nabanna Aviyan

সোমবার নবান্ন অভিযান স্থগিত, পুলিশকে চিঠি দিয়ে জানাল বঞ্চিত চাকরিপ্রার্থী এবং চাকরিজীবী মঞ্চ

সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ১৩টি সংগঠন। সেই অভিযান আপাতত স্থগিত রাখা হচ্ছে। ঐক্যমঞ্চের তরফে পুলিশকে তা জানিয়ে দেওয়া হয়েছে।

নবান্ন অভিযান আপাতত স্থগিত করল ১৩টি সংগঠন।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
-নিজস্ব চিত্র
  • শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১২:০০

সোমবার ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঐক্যমঞ্চ। সেই কর্মসূচি আপাতত স্থগিত করে দিল তাঁরা। ওই সংগঠনের তরফে ইতিমধ্যে কর্মসূচি বাতিলের কথা পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, রাজ্য প্রশাসন তাঁদের সমস্যার বিষয়ে সরকারকে জানানোর আশ্বাস দিয়েছে। তাই আপাতত তাঁরা নবান্ন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।? 

আজ, শনিবার ঐক্যমঞ্চ পুলিশকে চিঠি দিয়ে নবান্ন অভিযানের স্থগিত রাখার কথা জানিয়ে দিয়েছে। ঐক্যমঞ্চের তরফে জানা গিয়েছে, গতকাল শুক্রবার ওই সংগঠনের নেতারা হাওড়ার পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তার পর বৈঠক করেন লালবাজারের পুলিশকর্তাদের সঙ্গেও। পরে রাজ্য পুলিশের প্রধান কার্যালয় ভবানী ভবনেও যান। সেখানে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তাঁদের বক্তব্য, পুলিশ কর্তারা তাঁদের দাবিদাওয়ার কথা সরকারকে জানাবেন বলে জানিয়েছেন। রাজ্যের মুখ্যসচিবকে গোটা বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন। যত দ্রুত সম্ভব তাঁদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তাঁরা। এর পরেই নবান্ন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।? 

শনিবার বিকেলে মঞ্চের আহ্বায়ক দেবাশিস বিশ্বাস বলেন, ‘‘গতকাল পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আমরা বার বার বৈঠক করেছি। তাঁরা এখন নবান্ন অভিযান না করার অনুরোধ করেছেন। আমাদের বলা হয়েছে যে, আমাদের দাবি বিবেচনা করা হবে। তার জন্য সময় চাওয়া হয়েছে। তা ছাড়া নানা জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে। রাজ্যপাল সেখানে যাচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে। এ সব ভেবে আমরা নবান্ন অভিযান স্থগিত করলাম।’’? 

সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার চাকরি। তার পরই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নবান্ন অভিযান কর্মসূচি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী-চাকরিজীবী-চাকরিহারা ঐক্যমঞ্চ। সেই কর্মসূচিতে সমর্থন জানিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়েছিলেন, তাঁরা যদি তাঁকে আমন্ত্রণ জানান নিজে সেখানে উপস্থিত থাকবেন।? 

কিন্তু সেই কর্মসূচি হবে কিনা তা নিয়ে সংশয় ছিলই। জানা গিয়েছে, মালদা-মুর্শিদাবাদের অশান্তির জেরে উত্তরবঙ্গ থেকে লোক আনা কঠিন হচ্ছিল। এই নিয়ে সকাল থেকে সংগঠনের নেতার ভিডিয়ো কনফারেন্সি করে বৈঠক করেন। তার ওপর আগামী ২১ এপ্রিল মুখ্যমন্ত্রী শালবনিতে যাবেন। সর্বসম্মত ভাবে ঠিক হয় মূখ্যসচিবের সঙ্গে বৈঠক তাঁরা করবেন। তার পরেও যদি সমাধানসূত্র বেরিয়ে না আসে তাহলে যে দিন মুখ্যমন্ত্রী নবান্নে থাকবেন, সে দিনই নবান্ন অভিযান হবে বলে সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।? 


Share