Business Summit Will Be Organised in December

ডিসেম্বরেই হতে পারে ‘বিজনেস কনক্লেভ’, বিশেষ কিছু ক্ষেত্রে দেওয়া হচ্ছে জোর, প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার

গত বছরের বাণিজ্য সম্মেলনে স্থির করা হয় বাণিজ্যের বিনিয়োগের পথে বাঁধা দূর করার জন্য রাজ্য একটি কমিটি গঠন করা হবে। সেইমতো 'স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি' গঠন করা হয়। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে এই কমিটি গত জুলাই মাসে বৈঠকে বসেছিল

ডিসেম্বরেই শুরু হতে পারে রাজ‍্যে বিজনেস কনক্লেভ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ০১:২২

আগামী ডিসেম্বরেই রাজ্যে বিসনেস কনক্লেভ হতে চলেছে। দু-একদিনের মধ্যেই রাজ্য সরকার তার নির্দিষ্ট দিন জানিয়ে দেবেন। শিল্প দফতর সূত্রে খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওই কনক্লেভ হওয়ার সম্ভবনা রয়েছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। 

রাজ্য সরকার এই কনক্লেভে আটটি শিল্পক্ষেত্রের ওপর জোর দিতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই ওই আটটি ক্ষেত্রকে বেছে নেওয়া হয়েছে। এই শিল্পগুলির ওপর ভিত্তি করে আগামী দিনে রাজ্যের আর্থিক বুনিয়াদ দৃঢ় হবে। তার সঙ্গে রাজ্যের কর্মসংস্থানের সম্ভবনাও বাড়বে। 

ওই আটটি ক্ষেত্র গুলির মধ্যে রয়েছে ইস্পাত, মণি-রত্ন, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টার, পর্যটন এবং বস্ত্র। এ ছাড়া চর্মশিল্প, ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত নানান শিল্পের ওপরেও রাজ্য গুরুত্ব দিচ্ছে। এই আটটি ক্ষেত্রের সঙ্গে যুক্ত দফতরগুলিকে প্রশাসনের শীর্ষস্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এই ক্ষেত্র গুলির গুরুত্ব বোঝাতে পৃথক পৃথক প্রেজেন্টেশন তৈরি করে। 

বিসনেস কনক্লেভে আগত অতিথিদের সামনে সেই প্রেজেন্টেশন গুলি দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে হবে। আগামী বছর রাজ‍্যে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যে শিল্প আনতে বদ্ধপরিকর সরকার। রাজ্যের ক্ষুদ্রশিল্পের বিকাশের জন্য রাজ্য সরকার 'শিল্পের সমাধান' শুরু করতে চলেছে। নভেম্বরের ১০ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহ দিতে এমন কর্মসূচির সূচনা করা হয়েছিল। 

গত বছরের বাণিজ্য সম্মেলনে স্থির করা হয় বাণিজ্যের বিনিয়োগের পথে বাঁধা দূর করার জন্য রাজ্য একটি কমিটি গঠন করা হবে। সেইমতো 'স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি' গঠন করা হয়। মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে এই কমিটি গত জুলাই মাসে বৈঠকে বসেছিল। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা অমিত মিত্রও সেখানে ছিলেন। বৈঠকের পর অমিত মিত্র জানান, আটটি শিল্পকে সম্ভবনাময় বলে মনে করা হচ্ছে। কারণ ওই শিল্প গুলির জন্য যে প্রাকৃতিক সম্পদ দরকার তা আমাদের কাছে আছে। তার জন্য পশ্চিমবঙ্গে দক্ষ কর্মীরও অভাব নেই।


Share