Special Intensive Rivision

বিএলও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, পরিবারের বয়ান বদল, ফের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

ভোটার তালিকার নিবিড় সংশোধনের চাপ ঘিরে বিএলও মৃত্যুর অভিযোগে ধোঁয়াশা। ময়নাতদন্ত রিপোর্ট চেয়ে ফের ডিইও-দের বলল নির্বাচন কমিশনের। রিপোর্ট আদৌ মিলবে কি না, তা নিয়েই বাড়ছে অনিশ্চয়তা।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:০৮

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজের চাপের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বুথ লেভেল অফিসার (বিএলও)-দের মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, কাজের অতিরিক্ত চাপের কারণে কম করে পাঁচ জন বিএলওর মৃত্যু হয়েছে।

এই মৃত্যুগুলির প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে ময়নাতদন্তের রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। তবে একাধিক বার বলা সত্ত্বেও সেই রিপোর্ট এখনও কমিশনের দফতরে পৌঁছোয়নি। এ দিকে, বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে মৃত বিএলওদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের মধ্যে প্রাথমিক ভাবে ভাবনাচিন্তাও শুরু হয়েছিল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট না আসায় এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না কমিশন।

সোমবার ফের সংশ্লিষ্ট রিপোর্ট পাঠানোর জন্য ডিইও-দের চিঠি দিয়েছে কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, শুরুতে বিএলওদের মৃত্যু এসআইআর-এর চাপের কারণেই হয়েছে বলে খবর প্রকাশ্যে এলেও, পরবর্তীকালে কয়েকটি ক্ষেত্রে পরিবারের তরফে বয়ান বদলানো হয়েছে। সেই কারণেই রিপোর্ট পাঠাতে দেরি হচ্ছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর একটি সূত্র জানায়, আদৌ কোনও রিপোর্ট পাওয়া যাবে কি না, তা নিয়েই কমিশনের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। কবে এই বিষয়ে চূড়ান্ত কোনও স্পষ্টতা মিলবে, তা এখনও বলা যাচ্ছে না।


Share