New Garia Murder Case

নিউ গড়িয়ার আবাসনে থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা রক্তাক্ত দেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

নিউ গড়িয়ার কো-অপারেটিভের এস৩২ ভিলার এক তলায় বিজয়া দাস এবং তাঁর স্বামী প্রশান্ত দাস থাকতেন। সেখান থেকেই বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে।

নিউ গড়িয়ায় বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২২ আগস্ট ২০২৫ ০১:৪৭

নিউ গড়িয়ার আবাসন থেকে উদ্ধার হল বৃদ্ধার রক্তাক্ত দেহ। তার হাত-পা বাঁধা ছিল। তাঁর কিছু দুরে খাটের তলা থেকে স্বামীকেও উদ্ধার করা হয়েছে। তারও হাত-পা বাঁধা ছিল। তাঁকে অন‍্যত্র পাঠানো হয়েছ। পুলিশের প্রাথমিক অনুমান, বৃদ্ধাকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে এসেছে পঞ্চসায়র থানার পুলিশ।

নিউ গড়িয়ার কো-অপারেটিভের এস৩২ ভিলার এক তলায় বিজয়া দাস এবং তাঁর স্বামী প্রশান্ত দাস থাকতেন। তাঁদের কন্যা থাকেন জার্মানিতে। পুত্র মুম্বইয়ে থাকেন। তাঁদেরকে জানানো হয়েছে। বাড়িতে ওই দম্পতি ছাড়া কেউ থাকতেন না। জানা গিয়েছে, বাড়ির পরিচারিকা প্রতিদিনের মতো বাড়ির বেল বাজান। ডাকাডাকি করেও মেলেনি কোনও সাড়া। এর পরে পরিচারিকা মধুমিতা হালদার পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে আসে পঞ্চসায়র থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। 

জানা গিয়েছে, বৃদ্ধার হাত-পা বাঁধা ছিল। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পাশের ঘরের খাটের তলা থেকে বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। তাঁরও হাত-পা বাঁধা ছিল। আতঙ্কিত হয়ে খাটের তলায় লুকিয়ে ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে সেখান থেকে অন‍্যত্র পাঠানো হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সুত্রের খবর, বাড়ির সিসিটিভির তার কাটা ছিল। পিছনের দিকে দরজা খোলা ছিল। সেই রাস্তা ব‍্যবহার করে কেউ এসেছিল কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, ওই বাড়িতে পরিচারিকা ছাড়া দম্পতির দেখাশোনার জন্য আয়া রাখা হয়েছিল। পুলিশের অনুমান, সম্পত্তির দখল নিতে এই ঘটনা হতে পারে। ঘটনাস্থলে পৌঁছোয় পূর্ব ডিভিশনের ডিসি। ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও রয়েছেন।


Share