Angimitra Pal

ব্রেন স্ট্রোকে ফলে হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, অবস্থা স্থিতিশীল

কিছুদিন আগে আসানসোল দক্ষিণের বিজেপি অগ্নিমিত্রা পাল ফুসফুসের সংক্রমণ নিয়ে বাইপাসের ধারে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অসুস্থ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১৭

কিছুদিন আগে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ছাড়া পেয়েছেন কিছুদিন আগেই। ফের অসুস্থ হলেন আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার রাতে অসুস্থ বোধ করায় তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর ব্রেন স্টোক হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তিনি আপাতত সুস্থ রয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গিয়েছে, গতকাল রাতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাতেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের মাথার সিটি স্ক্যান করা হয়েছে। তাতেই ধরা পড়েছে, তাঁর ছোট ব্রেন স্ট্রোক হয়েছে। তবে অবস্থা গুরুতর নয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে চিকিৎসকেরা ঝুঁকি নেননি। তাঁকে আপাতত তিনদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

হাসপাতাল সূত্রের খবর, বিজেপি বিধায়কের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের মাথায় রয়েছেন নিউরোমেডিসিন একজন চিকিৎসক। তাঁর অধীনেই অগ্নিমিত্রার চিকিৎসা চলছে।চিকিৎসকরা জানিয়েছেন, স্নায়ুর উপর অত্যাধিক চাপের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে এই মুহূর্তে তিনি বিপদমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

চিকিৎসকেরা আরও জানিয়েছেন বিজেপি নেত্রীর এখন যা পরিস্থিতি, সেটা ওষুধেই দ্বারাই সমাধান হয়ে যাবে। তবে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। আপাতত তাঁকে ক্রিটিকাল কেয়ার বেডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

প্রসঙ্গত, কিছুদিন আগে আসানসোল দক্ষিণের বিজেপি অগ্নিমিত্রা পাল ফুসফুসের সংক্রমণ নিয়ে বাইপাসের ধারে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফুসফুসে সংক্রমণ কিছুটা কমায় তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু ফের গতকাল রাতে অসুস্থ বোধ করায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Share