Metro Rail

সেন্ট্রাল মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, গুরুতর জখম প্রৌঢ়

মেট্রোরেল সূত্রের খবর, আজ শনিবার বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটেছে। এর জেরে বেশ কিছু ক্ষণ কাটা পথে মেট্রো চলাচল করে।

সেন্ট্রাল মেট্রোতে যাত্রীদের ভিড়।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:১২ জুলাই ২০২৫ ০১:৩৮

ফের মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা। গুরুতর জখম হলেন এক প্রৌঢ়। প্রৌঢ়ের বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর জেরে ব‍্যহত হয়েছে মেট্রো পরিষেবা।

মেট্রোরেল সূত্রের খবর, আজ শনিবার বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে আপ লাইনে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সেই সময় দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন ঢুকছিল। আচমকা ঝাঁপ দেন এক প্রৌঢ়। মেট্রোর তিন এবং চার নম্বর রেকের মাঝখানে আটকে পড়েন তিনি। জানা গিয়েছে, মেট্রোর চালক আগে থেকে দেখতে পান কেউ ঝাঁপ দিয়েছেন। বিপদ বুঝতে পেরে তিনি তড়িঘড়ি ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করিয়ে দেন। এর জেরেই প্রৌঢ়ের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরপিএফ। বৌবাজার থানার পুলিশও ঘটনাস্থলে আসে। দু’পক্ষ একযোগে উদ্ধারকাজ চালায়। প্রৌঢ়কে জীবিত অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে প্রৌঢ় কথা বলতে পারছেন না। তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

এর জেরে বেশ কিছু ক্ষণ মেট্রো পরিষেবা ব্যাহত হয়। কাটা পথে মেট্রো চলাচল করে। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করে। ভিড় জমতে শুরু করে প্রতিটা স্টেশনে। ফের প্রায় ৪৫ মিনিট পরে ফের শুরু হয় মেট্রো চলাচল।


Share