Huge Cash Recovery

হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের চেষ্টা, কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাতে ধৃত কোন্নগরের বাসিন্দা, উদ্ধার বিপুল পরিমাণ নগদ

কলকাতার চায়না বাজার এলাকায় লালবাজারের ওয়াচ সেকশনের গোয়েন্দারা অভিযান চালান। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ধৃতের নাম সঞ্জীব মজুমদার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৫

কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। কোলকাতা পুলিশের গোয়েন্দারা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে নগদ ২৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তি বাজেয়াপ্ত করা টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি। এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, তা নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে আদালতে পেশ করা হয়েছে।

ধৃতের নাম সঞ্জীব মজুমদার। বয়স ৪৯ বছর। তিনি হুগলির উত্তরপাড়া থানার অন্তর্গত দেবাইপুকুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার তাঁর থেকেই উদ্ধার করা হয়েছে ২৫ লক্ষ টাকা। লালবাজার জানিয়েছে, তাঁর পাঁচ হাজার নোট উদ্ধার করা হয়েছে। সব কটি ৫০০ টাকার নোট ছিল। অভিযোগ, সঞ্জীব মজুমদার এই ২৫ লক্ষ টাকা নগদের কোনও বৈধ নথি দেখাতে পারেননি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের গোয়েন্দাদের কাছে গোপন সূত্র মারফত খবর আসে, টাকা পাচার করা হবে বলে। কলকাতার চায়না বাজার এলাকায় লালবাজারের ওয়াচ সেকশনের গোয়েন্দারা অভিযান চালান। চায়না বাজারের ওই এলাকা হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত। সেখানে এক ব‍্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁর হাতে ছিল একটি ব‍্যাগ। বিক্রমচাঁদ বাজারের ১১ নম্বর ঘরের কাছে আটক করেন গোয়েন্দারা। এক সাক্ষীর উপস্থিতিতে তাঁর ব‍্যাগে তল্লাশি চালায় পুলিশ। তাতেই উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে নগদ টাকা। তাই ঘটনাস্থল থেকেই সঞ্জীবকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশকর্তা।

কী উদ্দেশ্যে, কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা আনা হয়েছিল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। সুত্রের খবর, ধৃত সঞ্জীব মজুমদার তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন না। চায়না বাজার এলাকায় কাউকে দেওয়ার কথা ছিল কিনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। আজ, ধৃতকে কলকাতার নগর দায়েরা আদালতে পেশ করা হয়েছে।


Share