Arms Recovery

শিয়ালদা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার অস্ত্র, এসটিএফের জালে পাঁচ দুষ্কৃতী

শহরে ফের উদ্ধার হল অস্ত্র। সোমবার রাতে শিয়ালদহ স্টেশনের কাছে এই অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কাল তাঁদের আদালতে তোলা হবে।

শিয়ালদহ স্টেশনের ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার হল অস্ত্র।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:২৭ জানুয়ারি ২০২৫ ১২:০০

সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে ফের উদ্ধার বেআইনি অস্ত্র। সেই অভিযোগে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের নাম শিবশঙ্কর যাদব , রাহুল যাদব, আদিত্য মৌর্য, দেবাঙ্ক গুপ্তা, এবং রুকেশ সাহানি। পুলিশ জানিয়েছে, পাঁচ জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে। কী কারণে অস্ত্র নিয়ে তাঁরা কলকাতায় এসেছিলেন, সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।? 

আগ্নেয়াস্ত্র-সহ ভিন রাজ্যের কয়েক জন যুবক শিয়ালদহ চত্বরে এসে লুকিয়ে রয়েছেন। সেই খবরের ভিত্তিতেই অভিযান চালায় এসটিএফের একটি টিম। সন্দেহভাজনদের ব্যাগে তল্লাশি করতেই আগ্নেয়াস্ত্র-সহ পাঁচজনকে হাতেনাতে ধরা হয়। ভিন রাজ্যের পাঁচ বাসিন্দা কী উদ্দেশ্যে শহরে এসেছিলেন? অস্ত্র পাচার করা হচ্ছিল কি না সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ। আগামী কাল মঙ্গলবার তাঁদের আদালতে পেশ করা হবে।? 

উল্লেখ্য, মাস তিনেক আগে সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকেই অস্ত্র-সহ এক জনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। শিয়ালদহের রাজাবাজারের ওই বাসিন্দার থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছিল। শিয়ালদহের মতো জনবহুল এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। খবর পেয়েই হাতেনাতে ধরা হয় তাঁকে। অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে এসেছিল বলে পুলিশ তদন্তে জানতে পারে।? 

এ দিন শিয়ালদহ স্টেশন থেকে ঢিল ছোঁড়া মিটার দূরত্বে এই নিয়ে দ্বিতীয়বার অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। শিয়ালদহ চত্বরের আশেপাশে বিশেষত রাতের বেলায় অলিগলিতে পুলিশের টহলদারি বাড়ানোর ব্যাপারে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।? 


Share