Fake Arms Licence

ভুয়ো লাইসেন্স ব‍্যবহার করে সোনার দোকানে সশস্ত্র নিরাপত্তারক্ষীর কাজ! গ্রেফতার তিন জন

১৩টি লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, সেগুলি ভুয়ো। পাশাপাশি ১১টি আগ্নেয়াস্ত্র এবং ৪৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

জাল আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:১৩ জুলাই ২০২৫ ০৭:০০

ভুয়ো লাইসেন্স দিয়ে শহরের বিভিন্ন সোনার দোকানে সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েনের অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের এসটিএফ তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। আজ, ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।

জানা গিয়েছে, গত ১২ জুলাই শনিবার কলকাতা পুলিশের এসটিএফ একটি মামলা রুজু করে। অভিযোগ, কিছু ব্যক্তির কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। সে সব রাখার জন্য যে লাইসেন্সের প্রয়োজন হয় তা সম্পূর্ণ ভুয়া। তাই আইন অনুযায়ী, বৈধ লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রাখা যায় না। শুধু তাই নয়, কলকাতা ও আশপাশের এলাকায় একটি নামী সোনার দোকানে সেই লাইসেন্স ব‍্যহবার করে সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে।

কলকাতা পুলিশ জানিয়েছে, কলকাতা শহর এবং আশপাশের এলাকার ওই নামী সোনার দোকানে নিযুক্ত ১৩ জন সশস্ত্র নিরাপত্তারক্ষীর কাছ থেকে ১৩টি লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ১১টি আগ্নেয়াস্ত্র এবং ৪৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ধৃতদের নাম দিনেশ মাহালি (৪৫), রাজু সর্দার (৩৭) এবং বিশ্বজিৎ সরকার (৪০)। তিন জনই ওই সোনার দোকানের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। আরও কে কে এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন, এই লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। রবিবার ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের আগামী ২২ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।


Share