House Collapse

ভোররাতে পার্ক সার্কাসের বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু প্রৌঢ়ার, গুরুতর জখম দুই শিশু-সহ তিনজন, এলাকায় মোতায়েন পুলিশ

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গলির সামনে থেকে ব‍্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িটির রক্ষণাবেক্ষণ হয়নি। বাড়ির মালিককে বারবার বলা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি।

পার্ক সার্কাসে সিলিংয়ের চাঙড় ভেঙে মৃত্যু প্রৌঢ়ার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১২:৪০

ভোররাতে পার্ক সার্কাসে দুর্ঘটনা। সেখানে সিলিংয়ের চাঙড় ভেঙে প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। মৃতার নাম রাবিয়া খাতুন। কলকাতা পুরসভার ৬৫ নম্বর ওয়ার্ডের লোহাপুল এলাকার একটি বাড়িতে ঘটনাটি ঘটেছে। ঘটনায় দুই শিশু-সহ তিন জন গুরুতর জখম হয়েছেন। স্থানীয়েরা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। দুর্ঘটনারস্থল ব‍্যরিকেড দিয়ে পুলিশ ঘিরে রেখেছে।

স্থানীয় সূত্রের খবর, রবিবার ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে। লোহাপুল এলাকার ওই তিনতলা বাড়ির একতলায় একটি পরিবার ভাড়া থাকতেন। একতলার সিলিংয়ের চাঙড় ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। সেই সময় ওই পরিবার ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই তাঁদের ওপর সিলিংয়ের চাঙড় ভেঙে পড়েছে। স্থানীয়েরা জানাচ্ছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রাবিয়া খাতুনের।

দুর্ঘটনার পরে স্থানীয়েরাই ওই পরিবারের সদস্যদের উদ্ধার করে নিকটবর্তী ন‍্যাশনাল মেডিকেলে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে রাবিয়া খাতুনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জখম হয়েছে দুই শিশু-সহ আরও তিনজন। তাঁদের মধ্যে এক শিশুকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি এক শিশু-সহ দু’জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গলির সামনে থেকে ব‍্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িটির রক্ষণাবেক্ষণ হয়নি। বাড়ির মালিককে বারবার বলা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। যদিও এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ জমা পড়েনি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share