Gangasagar Mela

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’, গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিশেষ ডাকটিকিট খাম প্রকাশ করল ডাক বিভাগ

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’—এই মহাবাক্যকে স্মরণ করিয়ে গঙ্গাসাগর মেলা ২০২৬ উপলক্ষে বিশেষ ডাকটিকিট খাম প্রকাশ করল পশ্চিমবঙ্গ সার্কেলের ডাক বিভাগ।

ডাকটিকিট খাম প্রকাশ করল পশ্চিমবঙ্গ সার্কেলের ডাক বিভাগ
অরুণিমা কর্মকার, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১০:৩৩

'সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার'। গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। শুধু রাজ‍্যের বিভিন্ন প্রান্তের মানুষই নন, অন্যান্য রাজ্য থেকেও দলে দলে হিন্দু পূণ‍্যার্থীরা গঙ্গাসাগর মেলায় আসেন। সাগরের জলে একবার ডুব দিয়ে লাভ করতে চান পুণ্যার্থীরা। আসেন বহু সাধুসন্তরাও। এক কথায় বলতে গেলে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে গোটা গঙ্গাসাগরে হিন্দু পূণ‍্যার্থীদের ঢল নামে।

এই গঙ্গাসাগর মেলা ২০২৬ উপলক্ষে বিশেষ ডাকটিকিট খাম প্রকাশ করল পশ্চিমবঙ্গ সার্কেলের ডাক বিভাগ। বিশ্বের অন্যতম বৃহত্তম হিন্দুদের গঙ্গাসাগর মেলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্বকে সম্মান জানাতেই এই বিশেষ প্রকাশনা বলে জানিয়েছে তাঁরা।

‘গঙ্গাসাগর মেলা: ঐতিহ্য, ভক্তি, আবেগ এবং আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গম’ শীর্ষক বিশেষ খামটি বৃহস্পতিবার কলকাতা জিপিওতে প্রকাশ করেন ডাক বিভাগের মহাপরিচালক শ্রী জিতেন্দ্র গুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল শ্রী অশোক কুমার-সহ ডাক বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।

ডাক বিভাগ সূত্রে জানানো হয়েছে, ২০২৬ সালের জন্য বিশেষ ভাবে নকশা করা এই খামে গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল এবং ঐতিহাসিক কপিল মুনি মন্দিরের চিত্র তুলে ধরা হয়েছে। ‘মহা স্নান’-কে কেন্দ্র করে গঙ্গাসাগর মেলার ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও আবেগের প্রতিফলন ঘটেছে এই নকশায়।

‘গঙ্গাসাগর মেলা–২০২৬’ উপলক্ষে প্রকাশিত এই বিশেষ ডাকটিকিট খামটি কলকাতা জিপিও-র ফিলাটেলিক ব্যুরোতে বিক্রয়ের জন্য উপলব্ধ থাকবে বলে জানিয়েছে ডাক বিভাগ।


Share