One Teenage Girl Was Allegedly Abducted By Assistant Professor and Other

দমদম স্টেশনের পাশ থেকে শিশুকন‍্যাকে অপহরণের অভিযোগ, কসবা থেকে গ্রেফতার এক অধ‍্যাপিকা ও তার মেয়ে-সহ তিনজন

গত ১৭ সেপ্টেম্বর দমদম স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, যে সময় শিশুকন্যাটিকে অপহরণ করা হয়, সেই সময় তার পরিবারের কেউ সেখানে ছিল না। পুলিশ শিশুকন‍্যাটিকে উদ্ধার করেছে।

শিশুকন্যা অপহরণের অভিযোগে গ্রেফতার অধ‍্যাপিকা-সহ তিনজন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৬

বিশ্বকর্মা পুজোর দিন দমদম স্টেশনের কাছ থেকে এক শিশুকন্যাকে অপহরণের অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়। সেই ঘটনায় কসবা থেকে গ্রেফতার করা হল এক অধ্যাপিকা ও তাঁর মেয়ে-সহ তিন জনকে। পুলিশ শিশুকন‍্যাটিকে উদ্ধার করা হয়েছে। 

গত ১৭ সেপ্টেম্বর দমদম স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, যে সময় শিশুকন্যাটিকে অপহরণ করা হয়, সেই সময় তার পরিবারের কেউ সেখানে ছিল না। তারই সুযোগ নিয়ে বছর ২০-র এক তরুণী পাঁচ বছরের শিশুকন‍্যাটিকে তুলে নিয়ে চলে যায়। শিশুকন‍্যাটিকে অনেক খোঁজাখুঁজি পরে না পেলে পরিবারের লোকেরা সিঁথি থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশের দাবি, বিশ্বকর্মা পুজোর দিন ২০ বছরের এক তরুণী শিশুকন‍্যাটিকে তুলে নিয়ে যাচ্ছে, তা সিসিটিভিতে ধরা পড়েছে। এর পরেই পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখে তিন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়। সোমবার সকালে অভিযুক্তদের খোঁজে কসবায় একটি জায়গায় অভিযান চালায়। পুলিশ সুত্রের খবর, অভিযুক্তদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে দু’জন মহিলা এবং একজন পুরুষ রয়েছে। 

ধৃতদের নাম অরুণিমা চন্দ্র, অনুস্কা চন্দ্র চৌধুরী, অনুপভ চন্দ্র। অনুপভ চন্দ্র অরুণিমার সম্পর্কে ভাই। অরুনিমা চন্দ্র কলকাতার একটি কলেজের সহকারী অধ্যাপিকা হিসেবে কর্মরত। জানা গিয়েছে, অধ‍্যাপিকা অরুণিমা চন্দ্র এবং তাঁর ভাই অনুপভ চন্দ্র এই চক্রান্তের সঙ্গে সরাসরি জড়িত। এই ঘটনার নেপথ্য কী কারণ, তা জানার জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজই ধৃতদের আদালতে পেশ করা হবে।


Share