Accident Took Place At Alipore

লরির মাথায় বসে ঠাকুর বিসর্জন দিতে যাওয়ার সময় দুর্ঘটনা আলিপুরে, হাইটবারে ধাক্কা খেয়ে যুবকের মৃত্যু

কলকাতার বেহালার বাসিন্দা উৎসব চট্টোপাধ্যায়। নিজেদের পাড়ার পুজোর প্রতিমা নিরঞ্জনের উদ্দেশে বৃহস্পতিবার রাতে সকলের সঙ্গে তিনিও লরিতে উঠে বসেছিলেন। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।

মৃত যুবকের নাম উৎসব চট্টোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৩ অক্টোবর ২০২৫ ০৭:৩৬

দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জনে গিয়ে মৃত্যু হল বেহালার যুবকের। বৃহস্পতিবার মধ্যরাতে আলিপুর চিড়িয়াখানার সামনে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই যুবক লরির মাথায় বসেছিলেন। সেই সময় হাইটবারে ধাক্কা লাগে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত যুবকের নাম উৎসব চট্টোপাধ্যায়। তিনি পেশায় ড্রামার ছিলেন। নিজের পাড়ার পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য বৃহস্পতিবার রাতে সকলের সঙ্গে লরিতে উঠেছিলেন। আলিপুরের রাস্তা দিয়ে বাবুঘাটের দিকে যাওয়ার পথে চিড়িয়াখানার সামনে আসতেই রাস্তার হাইটবারে সঙ্গে দুর্ঘটনা ঘটে। চলন্ত লরির মাথায় বসে থাকা অবস্থায় যুবকের মাথায় হাইটবারটা লাগে। লরি থামিয়ে দেওয়া হয়। কিন্তু বিপদ আটকানো যায়নি।

এর পরে রাত ১২টা নাগাদ রক্তাক্ত অবস্থায় উৎপলকে নিকটবর্তী এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়। উৎপলের সঙ্গে থাকা অন্যান্য সদস্যদের অভিযোগ, হাইটবারে কোনও আলো ছিল না। আলো থাকলে দুর্ঘটনাটি এড়ানো যেত। যুবকের পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।


Share