Kolkata Fire

বেলেঘাটার বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১১টি ঘর, জখম এক পুলিশকর্মী

বুধবার দুপুরে বেলেঘাটার বরফকলের কাছে একটি বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ১৪টি ইঞ্জিন। এক পুলিশ আধিকারিক জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

বেলেঘাটার বরফকলের কাছে বস্তিতে বিধ্বংসী আগুন।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:২৬ মার্চ ২০২৫ ১২:০০

বেলেঘাটার বরফকলের বস্তিতে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই গোটা বস্তি। বুধবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দমকলের ১৪টি ইঞ্জিন। গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। সেই থেকেই গোটা বস্তিতে আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিক অনুমান দমকলের। এক পুলিশ আধিকারিক জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে আশেপাশের দোকানও। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশের বাহিনী। স্থানীয় কাউন্সিলর সচিন সিংহ ঘটনাস্থলে যান।? 

স্থানীয়রা জানান, এ দিন দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডে ঘটনাটি ঘটেছে। সেলস ট্যাক্স অফিসের বিপরীতে থাকা ওই বস্তিতে আগুন লাগে। জানা গিয়েছে, সেখানে ১৩টি ঝুপড়ি ছিল। সব ক’টি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, পর পর তিনটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। জখম হয়েছেন এক পুলিশ আধিকারিক। লালবাজার সূত্রের খবর, তিনি নারকেলডাঙা থানার অতিরিক্ত ওসি হিসেবে কর্মরত। জানা গিয়েছে, আগুন নেভানোর কাজে নেমে তিনি পায়ে চোট পান। তাঁকে এনআরএস মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে।? 

জানা গিয়েছে, আগুন লাগার খবর সামনে আসতেই প্রথমে পাশে থাকা একটি বহুতলের রিজারভার থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। দমকলে খবর দেওয়া হয়। দমকল দেরিতে আসার অভিযোগ করেছেন তারা। এক স্থানীয় বলেন, “আমি একটু বাড়ির বাইরে ছিলাম। এসে ধোয়া দেখতে পাই। সবাইকে বাইরে বেরিয়ে আসতে বলি।” তিনি আরও বলেন, “আমাদের ঘরে যা ছিল সব পুড়ে গিয়েছে। এ বার আমারা কোথায় যাব, জানি না।”? 

ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর সচিন সিংহ। তিনি ওই বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সচিন বলেন, “আগুন লাগার খবর পেয়েই আমি চলে এসেছি। পুলিশ এবং দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। স্থানীয়রাও তাঁদের সাহায্য করছে। হতাহতের খবর নেই।” যাদের বাড়ি পুড়ে গিয়েছে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেন, “এখানকার সবাই তৃণমূল কর্মী। তাদের পাশে দল সবসময় রয়েছে।”? 

এ দিন এক দমকল আধিকারিক বলেন, “এটা বস্তি এলাকা। বাড়িগুলি বেড়া দিয়ে তৈরি। আমাদের ১৪টি ওয়ার্ড ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”? 


Share