Kolkata Police

স্কুল পরিদর্শকের অফিসে এমন পরিস্থিতি তৈরি হল কেন! কসবার ঘটনা নিয়ে রিপোর্ট তলব লালবাজারের

স্কুল পরিদর্শকের অফিসে কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে এ বার রিপোর্ট তলব করল লালবাজার। সাউথ সাবআরবান ডিভিশনের ডেপুটি কমিশনার বিদিশা কলিতার কাছে জানতে চেয়েছে লালবাজার।

আন্দোলনরত শিক্ষককে লাথি মারছেন এক পুলিশকর্মী।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:১০ এপ্রিল ২০২৫ ১২:০০

কসবায় জেলা স্কুল পরিদর্শকের অফিসে আন্দোলনরত চাকরিহারাদের ওপর লাঠিপেটা ও লাথি মারার ঘটনায় সাউথ সাব আর্বান ডিভিশনের ডেপুটি কমিশনারর বিদিশা কলিতার কাছে ব্যাখ্যা তলব করল লালবাজার।? 

কলকাতা পুলিশের হেড কোয়ার্টার থেকে জানতে চাওয়া হয়েছে, কী এমন পরিস্থিতি তৈরি হল যেখানে চাকরিহারারা স্কুল পরিদর্শকের অফিসে ঢুকে পড়লেন? কী পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে পুলিশকে লাঠিচার্জ করতে হল?? 

যে পুলিশ অফিসারকে শিক্ষককে লাথি মারতে দেখা যায়, তাঁর সঙ্গে কী এমন ঘটল যাতে তিনি এমন আচরণ করলেন? কত সংখ্যক পুলিশ ছিল এবং কত চাকরিহারাদের আসার কথা ছিল, তা কি পুলিশ জানত? সবটাই জানতে চেয়েছে লালবাজার।? 

কসবায় যেভাবে প্রতিবাদীদের উপর লাঠিচার্জ করে পুলিশ এবং একজনের পেটে যেভাবে লাথি মারতে দেখা যায়, তা নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা পর্যন্ত মুখ খোলেন।? 

যোগ্য চাকরিহারাদের উপর পুলিশের এমন আচরণে নিন্দায় সরব হয়েছে সব মহলই। সেই আবহেই যাদবপুর ডিভিশনের ডেপুটি কমিশনার বিদিশার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।? 

পাশাপাশি, স্কুল পরিদর্শকের অফিসের বাইরে বিক্ষোভ কর্মসূচি যেখানে আগে থেকেই ঠিক ছিল, সেক্ষেত্রে আগে থেকে কী ব্যবস্থা করা হয়েছিল, তাও জানাতে বলা হয়েছে লালবাজারকে।? 

অন‍্য দিকে, আজ ওই ঘটনায় চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলাও দায়ের করেছে পুলিশ। একটি অভিযোগ দায়ের করেছেন জেলা স্কুল পরিদর্শক। দ্বিতীয়টি কসবা থানার পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলা। দু'টি মামলাই করা হয়েছে চাকরি ফেরত চাইতে আসা অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে।? 


Share