Digital Post Office

কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্বোধন হলো আধুনিক এন-জেন পোস্ট অফিস, পরিষেবায় নতুন দিগন্ত

কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্বোধন হলো আধুনিক এন-জেন পোস্ট অফিস। ডিজিটাল ও গ্রাহক বান্ধব পরিষেবার মাধ্যমে সঞ্চয়, বীমা, ডাক ও ই-নাগরিক পরিষেবায় নতুন দিগন্ত খুলল ইন্ডিয়া পোস্ট।

এন-জেন প্রকল্পের অধীনেপোস্ট অফিস উদ্বোধনে চিফ পোস্ট মাস্টার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৭:১৯

ডাক বিভাগের ফ্ল্যাগশিপ উদ্যোগ এন-জেন (নেক্সট জেনারেশন) পোস্ট অফিস প্রকল্পের অধীনে সংস্কার ও আধুনিকীকরণ করা এন-জেন কলকাতা বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস আজ কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ আশুতোষ ঘোষ এবং পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল (সিপিএমজি) শ্রী অশোক কুমার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাসিস দাস, গভর্নমেন্ট কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফট-এর অধ্যক্ষ অধ্যাপক ছত্রপতি দত্ত, পোস্ট অফিসের সিনিয়র সুপারিনটেনডেন্ট শ্রী প্রভাত ব্যানার্জি, ডাক বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কর্মচারী এবং গণমাধ্যম প্রতিনিধিরা।

ডাক পরিষেবার আধুনিকীকরণের লক্ষ্যে চালু হওয়া এই এন-জেন পোস্ট অফিসটি একটি গ্রাহক-বান্ধব, প্রযুক্তি-সক্ষম ও ডিজিটালভাবে ক্ষমতায়িত পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। সংস্কারকৃত এই পোস্ট অফিসে একই ছাদের নিচে সঞ্চয় প্রকল্প, বীমা পরিষেবা, ডাক ও পার্সেল পরিষেবা, পাশাপাশি বিভিন্ন ই-সক্ষম নাগরিক পরিষেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিফ পোস্টমাস্টার জেনারেল শ্রী অশোক কুমার বলেন, "এন-জেন উদ্যোগের লক্ষ্য হলো ঐতিহ্যবাহী পোস্ট অফিসগুলোকে তরুণ প্রজন্মের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে প্রাণবন্ত পরিষেবা কেন্দ্রে রূপান্তরিত করা, এবং একই সাথে ইন্ডিয়া পোস্টের প্রতি মানুষের আস্থা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা।"

কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাসিস দাস বিশ্ববিদ্যালয় চত্বরে একটি আধুনিক ডাক পরিষেবা কেন্দ্র স্থাপনের জন্য ডাক বিভাগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, "এটি প্রয়োজনীয় পরিষেবাগুলিতে সহজলভ্যতা নিশ্চিত করার মাধ্যমে ছাত্রছাত্রী, শিক্ষক এবং আশেপাশের সম্প্রদায়ের জন্য অত্যন্ত উপকারী হবে।"

এন-জেন কলকাতা বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসের উদ্বোধন ডাক বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়কে আরও সুদৃঢ় করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই উদ্যোগ উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলকতা ও পরিষেবার উৎকর্ষতার প্রতি ইন্ডিয়া পোস্টের প্রতিশ্রুতিকে আরও একবার তুলে ধরল।


Share