Special Intensive Revision

২২০৮ থেকে এক ধাক্কা ৭! মৃত বা স্থানান্তরিত ভোটারহীন বুথের সংখ্যা আরও কমল, জেলাভিত্তিক পরিসংখ্যানও দেওয়া হল

নির্বাচন কমিশন সূত্রে খবর, কৃত্তিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-এর মাধ্যমে দু’হাজার ২০৮ জনের গরমিল ধরা পড়ে। এরপর, ২৪ ঘণ্টার মধ্যেই জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে এ-ও জানা গিয়েছে, আরও কমতে পারে এরকম বুথের সংখ্যা।

২২০৮ থেকে বুথের সংখ্যা আরও কমল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১২:২৭

মৃত বা স্থানান্তরিত ভোটার একটাও নেই এমন বুথে সংখ্যা আরও কমল। বর্তমানে রাজ‍্যে এমন বুথ সংখ্যা কমে দাঁড়াল সাতটি। অতীতে জানানো হয়, রাজ্যের প্রায় ২২০৮টি বুথ রয়েছে, যেখানে একটিও মৃত বা স্থানান্তরিত ভোটার নেই। চলতি সপ্তাহের বুধবার তা কমে দাঁড়ায় ৪৮০-তে। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, সেই সংখ্যা আরোও কমে দাঁড়িয়েছে সাতে। রাজ‍্যে এমন সাতটি বুথ রয়েছে যেখানে গত এক বছরে একটিও মৃত বা স্থানান্তরিত ভোটার নেই।

কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই ধরনের বুথের সংখ্যা রয়েছে জলপাইগুড়িতে একটি, মালদহে একটি, দক্ষিণ ২৪ পরগনায় একটি, হাওড়ায় একটি, পশ্চিম মেদিনীপুরের একটি এবং পুরুলিয়ায় একটি। এই সব বুথগুলিতে যত এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল, সবকটি ফেরত এসেছে। অর্থাৎ এই সব বুথে একটিও মৃত বা স্থানান্তরিত ভোটার নেই। একটিও নিঁখোজ ভোটার নেই। কারোর নাম একের বেশি কেন্দ্রে নেই।

রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কাজ চলছে। জানা গিয়েছিল, সমস্ত ফর্ম জমা পড়ার তালিকার শীর্ষে দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বুথ। যেটা নিয়ে বিজেপি বারবার প্রশ্ন তুলেছিল। ওই জেলার রায়দিঘির ৬৬, কুলপি ৫৮, মগরাহাট ১৫, পাথরপ্রতিমা ২০টি বুথ রয়েছে যেখানে একটাও মৃত ভোটার নেই, নেই কোনও স্থানান্তরিত ভোটার। একের বেশি কেন্দ্রে নাম থাকা ভোটারও নেই। সেই রিপোর্ট ইতিমধ্যেই এসে গিয়েছে। কমিশন সূত্রের খবর, সেই সংখ্যাটা একলাফে ১৭২৮ থেকে কমে গিয়ে হয়েছিল ৪৮০টি বুথ। তার পরে হল ২৯। বর্তমানে সেই সংখ‍্যা হল সাতটি।

নির্বাচন কমিশন সূত্রে খবর, কৃত্তিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-এর মাধ্যমে দু’হাজার ২০৮ জনের গরমিল ধরা পড়ে। এরপর, ২৪ ঘণ্টার মধ্যেই জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। আর তার পরেই জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো রিপোর্টে সংখ্যাটা এক লাফে দু’হাজার ২০৮ থেকে কমে হয়ে গেল সাতে! নির্বাচন কমিশন সূত্রে এ-ও জানা গিয়েছে, আরও কমতে পারে এরকম বুথের সংখ্যা।


Share