A Delivery Boy Had Been Assaulted By Some Men

বেহালায় ডেলিভারি বয়কে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ, যুবকের মাথায় পড়ল ৮টি সেলাই

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। জখম যুবকের নাম নিরূপম ভুঁই। বয়স ২১ বছর। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। হরিদেবপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২১ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫৩

বেহালার সখেরবাজারে ডেলিভারি বয়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয়ে দুই ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। জখম যুবকের নাম নিরূপম ভুঁই। বয়স ২১ বছর। হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

শনিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন নিরূপম ভুঁই। সেই সময় একটি মোটরবাইক খুব গতিতে আসছিল। ডান দিকে ঘোরার জন্য হাত দেখায়। তাও গতি কমায়নি তারা। এর পরেই তারা কিছুটা দূরে মোটরবাইক নিয়ে আচমকা পড়ে যায়। তাদের বাঁচাতে এগিয়ে যায় নিরূপম। অভিযোগ, এর পরেই তাকে বেধড়ক মারধর করা হয়। 

নিরূপমের অভিযোগপত্র অনুযায়ী, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এলোপাথাড়ি চড়, ঘুষি মারা হয়েছে। এর পরেই সংজ্ঞা হারিয়ে ফেলেন। কিছু ক্ষণ পরে জ্ঞান ফিরলে পাশের একটি পুকুরের যান। সেখানে মুখে, মাথায় কোনও মতে জল দিয়ে উঠে আসেন। হাসপাতালের গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। জানা গিয়েছে, নিরূপমের মাথায় আটটি সেলাই পড়েছে। 

নিরূপম হরিদেবপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, অভিযোগ দায়ের হলেও থানা কোনও ব্যবস্থা নেয়নি। পুলিশ সুত্রের খবর, তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যুবকের সঙ্গে মোটরবাইক ঘোরানো নিয়ে গন্ডগোল নাকি তাঁরা পূর্ব পরিচিত তা-ও খতিয়ে দেখা হচ্ছে। 


Share