Cyber Fraud

চারু মার্কেটে ডিজিটাল গ্রেফতারি মামলায় গ্রেফতার তিন, উদ্ধার ৭৪ লক্ষ টাকা

সাইবার প্রতারণা মামলায় তিন যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ৭৪ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে তাঁদের থেকে। পুলিশের দাবি, কৃষ্ণনগরে বসেই কলকাতায় প্রতারণার ফাঁদ পেতে ছিল তাঁরা।

ধৃত কুমারেশ হালদারের বাড়ি থেকে উদ্ধার করা নগদ।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
- কলকাতা পুলিশ।
  • শেষ আপডেট:২৫ জানুয়ারি ২০২৫ ১২:০০

ডিজিটাল গ্রেফতারির নামে ৬৬ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছিলেন এক প্রৌঢ়া। এ বার সেই মামলার তদন্তে নেমে তিন যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। তাঁদের মধ্যে এক জনের বাড়ি থেকে ৭৪ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, কৃষ্ণনগরে বসেই কলকাতায় সাইবার প্রতারণায় ফাঁদ পেতে ছিল তাঁরা।? 

শনিবার পুলিশ জানিয়েছে, এই মামলায় তদন্তে নেমে প্রতাপ রায়, কমলেশ হালদার এবং উৎপল শিকদার নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ধৃত প্রতাপ রায় কল্পনা রায় নামে ভুয়ো ব্যাঙ্ক একাউন্ট খুলেছিল। যা টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়েছিল, তা ক্রিপ্টোকারেন্সিতে পরিবর্তন করে সে। তাঁর থেকে ১০ হাজার ক্রিপটোকারেন্সি (বাজারি মূল্য ৮ লক্ষ টাকা) উদ্ধার করে। উল্লেখ্য, ধৃত তিন জনেরই বাড়ি নদিয়ায় কৃষ্ণনগরে।? 

জানা গিয়েছে, পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে শুক্রবার প্রতাপ রায়ের বাড়িতে অভিযান চালায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা উৎপল শিকদারের নামে এক ব্যক্তির সন্ধান পায়। তাঁকেও গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, প্রতাপ এবং উৎপলকে একযোগে জিজ্ঞাসাবাদ করে। তাঁদের থেকেই কুমারেশ হালদারের খোঁজ মেলে। জানা গিয়েছে, কুমারেশ হালদার বাড়ি কৃষ্ণনগরের ভালুকায়। সে রাজারহাটে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত।? 

গতকাল রাতেই কৃষ্ণনগরে পুলিশের একটি দল অভিযান চালায়। একটি বিয়ে বাড়ি থেকে কুমারেশকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কুমারেশের বাড়ি থেকে ৭৪ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে দু’টি ল্যাপটপ ও দু’টি মোবাইল ফোনও। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তদন্ত করে দেখছে পুলিশ।? 


Share