Child Trafficking

শিশু পাচারের অভিযোগে রাজ্যে মুম্বই পুলিশের অভিযান, উত্তরপাড়া থেকে গ্রেফতার মহিলা চিকিৎসক

শিশু পাচারচক্রের তদন্তে নেমে হুগলির উত্তরপাড়া থেকে এক মহিলা চিকিৎসককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ধৃতের নাম মৌসুমী বন্দ্যোপাধ্যায়।

ধৃতের নাম মৌসুমী বন্দ্যোপাধ্যায়।
এখন কলকাতা ডেস্ক
কলকাতা - নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:১১ এপ্রিল ২০২৫ ১২:০০

শিশু পাচারের অভিযোগে উত্তরপাড়া থেকে এক মহিলা চিকিৎসককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। তাঁর হেফাজতে থাকা দু’টি শিশু উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, বুধবার মুম্বই পুলিশের ওয়াডরা ট্রাক টার্মিনাল থানার চার সদস্যের একটি দল হুগলির উত্তরপাড়ায় একটি বাড়িতে অভিযান চালায়। ধৃতের নাম মৌসুমী বন্দ্যোপাধ্যায়। মহিলা চিকিৎসককে হেফাজতে নিয়েছে মুম্বই পুলিশ।? 

জানা গিয়েছে, ওয়াডরা থানায় শিশু পাচারচক্রের বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে। সেই তদন্তে নেমে মুম্বই পুলিশের ওয়াডরা ট্রাক টার্মিনাল থানা তিন জনকে গ্রেফতার করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামে এক চিকিৎসকের নাম উঠে আসে। তাঁরা রাজ্যে পুলিশকে গোটা বিষয়টি জানান। এর পরে হুগলির উত্তরপাড়া থানায় মুম্বই পুলিশের চার সদস্যের একটি দল এসে রিকুইজিশন দেয়। এর পরেই উত্তরপাড়া থানার পুলিশের সাহায্যের জ্ঞানেন্দ্র এভিনিউ থেকে মৌসুমীর বাড়িতে অভিযান চালানো হয়। মুম্বই পুলিশের দাবি, তার কাছেই ছিল একটি পাঁচ বছর ও একটি দু’বছরের শিশু উদ্ধার হয়েছে।? 

ধৃত মহিলা মৌসুমী বন্দ্যোপাধ্যায় পেশায় দন্ত‍্য চিকিৎসক। তিনি উড়িষ্যার একটি হাসপাাতালে ডেন্টিস্ট হিসাবে কাজ করেছেন। ধৃতকে বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। মৌসুমীকে ট্রানজিট রিমান্ডে নিয়েছে মুম্বই পুলিশ। আজ, শুক্রবার ভোরেই মুম্বই নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।? 


Share    

হাইলাইটস