Nabanna Abhiyan

৭২ ঘণ্টা রাজ্য থাকবে স্তব্ধ, আন্দোলনকারীদের ওপর অত্যাচার বরদাস্ত নয়, হুঁশিয়ারি শুভেন্দুর

গতকাল ভবানী ভবনে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যৌথ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেয় নবান্ন চত্বরে নিরাপত্তার কারনে কোনও জমায়েত করা যাবে না।

পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:০৯ আগস্ট ২০২৫ ০৯:০৭

আজ, শনিবার আরজি মেডিকেলে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কান্ডের এক বছর পূর্তি। সেই মর্মে নিহত চিকিৎসকের বাবা-মা রাজ্য সরকারের ওপর অনাস্থা প্রকাশ করে ‘নবান্ন অভিযানের’ ডাক দিয়েছেন। সেই কর্মসূচিতে যোগ দিতে আসা আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা হলে তা বরদাস্ত করা হবে না। যদি এই রকমের ঘটনা ঘটে তাহলে ৭২ ঘন্টার জন্য রাজ‍্য স্তব্ধ করবে সাধারণ মানুষ। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যদিও পুলিশ পাল্টা জানিয়েছে, কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না। হলেই আইনত কড়া পদক্ষেপ করা হবে।

‘নবান্ন অভিযান’-এর দিন সাধারণ মানুষের অসুবিধা হবে। ওই দিন সরাসরি সম্পত্তি নষ্টের সম্ভাবনা রয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের মামলা দায়ের করেন হাওড়ার এক ব‍্যসায়ী। মামলার পরে হাই কোর্ট নির্দেশ দেয়, আন্দোলন মানুষের অধিকার। এই অধিকারে আদালত হস্তক্ষেপ করছে না। তবে হাই কোর্ট বলে, প্রতিটা নাগরিকের সরকারী সম্পত্তিকে রক্ষা করা এবং যে কোনও ধরনের হিংসা থেকে বিরত থাকা।

এই আন্দোলনে আসা আন্দোলনকারীদের ওপর যদি কোনও পুলিশের হামলা বরদাস্ত করা হবে না বলে পুলিশকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মমতার পুলিশ প্ররোচনা দিচ্ছে। যদি একটা আন্দোলনকারী ক্ষতিগ্রস্ত হয় ৭২ ঘন্টা রাজ‍্য স্তব্ধ থাকবে।” সাধারণ মানুষই সেই কাজ সফল করতে রাস্তায় নামবেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল ভবানী ভবনে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যৌথ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেয় নবান্ন চত্বরে নিরাপত্তার কারনে কোনও জমায়েত করা যাবে না। তার জন‍্য পৃথক দুটি যায়গা চিহ্নিত করে দেন তাঁরা। কলকাতা পুলিশের এলাকায় রানি রাসমণি অ্যাভিনিউ এবং হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় সাঁতরাগাছি বাস স্ট্যান্ড। সেখানেই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে জানানো যাবে। পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, এর আগে নবান্ন অভিযান কর্মসূচি হিংসাত্মক আকার নিয়েছিল। তাই এ বারও তারা সতর্ক রয়েছে। যদি কেউ বা কারা হিংসা ছড়ানোর চেষ্টা করেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় সাঁতরাগাছি স্টেশনে ঢুকে স্বেচ্ছাসেবক সংস্থার কর্মীদের জিনিসপত্র গাড়ি করে তুলে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সশরীরে সেখানে উপস্থিত হন। তিনি বলেন, “২১ জুলাইয়ের দিন রেল স্টেশনে তৃণমূলের সেচ্ছাসেবকেরা থাকেন। বিরোধীদের জন্যই শুধু এই নিয়ম।” 


Share