AC Local Train

গরমে কষ্ট করে ট্রেন যাত্রার দিন শেষ, শিয়ালদহ থেকে ছুটবে এসি লোকাল ট্রেন, স্বাধীনতা দিবসের আগে উপহার পূর্ব রেলের

ভাড়া কত হবে তা আগেই প্রকাশ করেছিল রেল। এ বার ট্রেনের সময়সূচি জানাল পূর্ব রেল।

শিয়ালদহ থেকে ছাড়বে এসি লোকাল ট্রেন।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:০৮ আগস্ট ২০২৫ ১০:৪৮

স্বাধীনতা দিবসের আগেই শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন উপহার দিচ্ছে পূর্ব রেল। ট্রেনের ভাড়া কত হবে তা আগেই জানানো হয়েছিল। এ বার ওই ট্রেনের সময়সূচি প্রকাশ করা হল। এসি ট্রেনটি কোথায় কোথায় দাঁড়াবে তা-ও জানিয়ে দিয়েছে পূর্ব রেল। 

গরমে তীব্র দাবদাহে ট্রেনযাত্রা থেকে মুক্তি পেতে চলেছে নিত‍্যযাত্রীরা। তবে আপাতত শিয়ালদহ-রানাঘাট রুটের ওই ট্রেন চলবে। প্রায় দু’ঘন্টার দীর্ঘ পথ নিত‍্যযাত্রীদের জন্য যাতে একটু সুখকর হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন পরিষেবা চালু হয়েছিল মুম্বইয়ে। তার পরে চেন্নাইয়ে। এ বার পশ্চিমবঙ্গেও তা চালু হতে চলেছে। তবে পূর্ব ভারতের মধ‍্যে এ রাজ্যেই প্রথম এই ধরনের পরিষেবা চালু হতে চলেছে।

পূর্ব রেল জানিয়েছে, আপাতত শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে এক জোড়া ট্রেন পরিষেবা মিলবে। সকালে এসি লোকাল ট্রেনটি ৮টা ২৯ মিনিটে রানাঘাট স্টেশন ছাড়বে। ১০টা ১০মিনিটে শিয়ালদহ স্টেশনে পৌঁছোবে। সন্ধ্যায় ৬টা ১০ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে। রানাঘাট স্টেশন পৌঁছোবে রাত ৮টা ৩২ মিনিট নাগাদ। শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে কোন কোন স্টেশনে দাঁড়াবে তা-ও জানানো হয়েছে। রেল জানিয়েছে, শিয়ালদহের পরে প্রথম বিধাননগরে স্টেশন দাঁড়াবে। তার পরে দমদমে। এর পরে সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এবং চাকদহ। শেষ স্টেশন রানাঘাটে।

রেল আগেই জানিয়েছিল, শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত এসি লোকালের ভাড়া হবে ৩৫ টাকা। আর মাসিক ৬২০ টাকা। ব্যারাকপুর পর্যন্ত ৬০ টাকা (মাসিক ১২৭৫ টাকা)। নৈহাটি এবং রানাঘাট পর্যন্ত যথাক্রমে ৯০ এবং ১২০ টাকা (মাসিক যথাক্রমে ১৮১০ এবং ২৪৩০ টাকা)।

এই লোকাল ট্রেনের মোট ১২টি কামরাই বাতানুকূল থাকবে। কলকাতা মেট্রোর মতো একটি কামরা থেকে অন্য কামরায় যাওয়া যাবে। মোট আসন সংখ্যা ১১২৮টি। যাত্রীদের দাঁড়ানোর যায়গা যথেষ্ট রয়েছে। মালপত্র নিয়ে যাওয়াও সুবিধা রয়েছে। এই ট্রেনটি ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে চলতে সক্ষম বলে জানিয়েছে পূর্ব রেল।


Share