TET is mandatory for West Bengal primary teachers

চাকরি চালিয়ে যেতে হলে টেট উত্তীর্ণ হতে হবে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

চলতি মাসে শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছিলেন, যে শিক্ষকরা পাঁচ বছরের বেশি চাকরি করে ফেলেছেন, তাঁদের চাকরি চালিয়ে যেতে বাধ্যতামূলক ভাবে টেট উত্তীর্ণ হতে হবে। শুধু তা-ই নয়, পদোন্নতির ক্ষেত্রেও একই নির্দেশ প্রযোজ্য।

রাজ‍্য প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর।
ইন্দ্রজিৎ মল্লিক, কলকাতা
  • শেষ আপডেট:২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪

প্রাথমিক স্কুলে শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য সব শিক্ষককে টেট উত্তীর্ণ হতেই হবে। শুধু তা-ই নয়, পদোন্নতির জন্যও টেট উত্তীর্ণ বাধ্যতামূলক! রাজ্যে প্রায় দেড় লক্ষ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। তাঁদের মধ্যে যাঁরা টেট উত্তীর্ণ নন, তাঁদের সকলকেই ফের নিয়োগ পরীক্ষায় বসতে হবে। 
প্রাথমিক শিক্ষকদের জন্য এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের প্রেক্ষিতে এ বার জেলায় জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের তথ্য চেয়ে পাঠাল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। 
আজ, সোমবার পর্ষদের তরফে একটি নির্দেশিকা জারি করে রাজ‍্যের সমস্ত জেলার প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যানদের কাছে কর্মরত শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছে। সময় দেওয়া হয়েছে ১৫ দিন। সেই সময়ের মধ্যে তথ্য জমা দিতে হবে পর্ষদের কাছে। 
কী তথ্য চাওয়া হয়েছে (ডিপিএসসি)-এর কাছে? 
সংশ্লিষ্ট জেলায় কত জন শিক্ষককে টেট দিতে হবে। সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কারা কবে অবসর নেবেন। ওই শিক্ষক কবে চাকরিতে যোগ দিয়েছিলেন। এই সব কিছুই বিস্তারিত ভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। 
চলতি মাসে শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছিলেন, যে শিক্ষকরা পাঁচ বছরের বেশি চাকরি করে ফেলেছেন, তাঁদের চাকরি চালিয়ে যেতে বাধ্যতামূলক ভাবে টেট উত্তীর্ণ হতে হবে। শুধু তা-ই নয়, পদোন্নতির ক্ষেত্রেও একই নির্দেশ প্রযোজ্য। 
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছিল, যে শিক্ষকেরা টেট উত্তীর্ণ হবেন না, তাঁরা চাকরি ছেড়ে দিতে পারেন বা অন্তিম সুযোগ-সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে পারেন। তবে কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছিল শীর্ষ আদালত। নির্দেশে বলা হয়, যে সব শিক্ষক আগামী পাঁচ বছরের মধ্যে অবসর নেবেন, তাঁদের টেট উত্তীর্ণ না-হলেও চলবে। 
সুপ্রিম কোর্টের নির্দেশের পর পর্ষদের বিজ্ঞপ্তি নিয়ে দুশ্চিন্তায় অনেক শিক্ষক-শিক্ষিকাই।


Share