Bihar Election

এলজেপি’র বিরুদ্ধে চারটি আসনে প্রার্থী দিল জেডিইউ, বিজেপির পরে প্রথম দফায় ৫৭টি আসনে প্রার্থী ঘোষণা করল নীতীশের দল, রাজনৈতিক জল্পনা শুরু

প্রার্থীদের নাম ঘোষণার সাথে সাথে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ভোটের প্রচার শুরুর জন্য প্রস্তুতির নিচ্ছেন। আগামীকাল, বৃহস্পতিবার থেকেই তিনি তার নির্বাচনী প্রচার শুরু করতে পারেন বলেও জানা গিয়েছে। বাকি আসনগুলিতে প্রার্থী ঘোষণা দ্রুত করা হবে বলে সুত্রের খবর।

নীতীশ কুমার (বাঁ দিকে) এবং (ডান দিকে) চিরাগ পাসোয়ান।
নিজস্ব সংবাদদাতা, পটনা
  • শেষ আপডেট:১৫ অক্টোবর ২০২৫ ০৮:১৬

বিজেপির পরেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। বুধবার নীতীশ কুমারের দল প্রথম দফায় মোট ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় এমন চারটি আসন রয়েছে, যেগুলিতে আগে থেকেই নজর ছিল চিরাগ পাসওয়ানের দল এলজেপি’র। আর তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।

বিহারের বিধানসভায় ২৪৩ আসনে এনডিএ জোটের আসন বন্টন চূড়ান্ত হয়ে গিয়েছে। বিজেপি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ উভয়েই ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানানো হয়েছে। যা বিহারের রাজনৈতিক ইতিহাসে প্রথমবার।

চিরাগ পাসওয়ানের এলজেপি পেয়েছে ২৯টি আসন। উপেন্দ্র কুশওহা-র নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) এবং জিতনরাম মাঝির হাম (সেক্যুলার) পেয়েছে ছ’টি করে আসন। জোটের আসন সমঝতা বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এর আগে বিজেপির তুলনায় জেডিইউ সাধারণত বেশি আসনে লড়াই করত।

এ দিকে, বিজেপিও তাদের প্রথম তালিকা ঘোষণা করেছে। যেখানে মোট ৭১ জন প্রার্থীর নাম রয়েছে। সাত বারের বিধায়ক ও বর্তমান বিহার বিধানসভার অধ্যক্ষ নন্দকিশোর যাদবকে আসন্ন নির্বাচনে টিকিটই দেওয়া হয়নি। নন্দকিশোরকে কেন  টিকিট দেওয়া হয়নি, তা এখনও স্পষ্ট নয়। এর পাশাপাশি, দীর্ঘ এক দশক পর নির্বাচনে লড়ছেন উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। একই সঙ্গে স্বাস্থ্য ও আইনমন্ত্রী এবং বিধান পরিষদের সদস্য মঙ্গল পাণ্ডেকে এ বারের ভোটের ময়দানে নামানো হয়েছে।

এনডিএয়ের সরিখ চিরাগ পাসোয়ানের এলজেপি যে চারটি আসন দাবি করছিল, সেই চারটি আসনেও জেডিইউ তাদের প্রার্থী দিয়েছে। জেডিইউয়ের প্রার্থী তালিকা অনুযায়ী, রত্নেশ সদা সোনবরসা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোরওয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিদ্যাসাগর নিষাদ। একমা থেকে ধুমল সিংহ এবং রাজগীর কেন্দ্র থেকে কৌশল কিশোর।

বুধবারের প্রকাশিত তালিকা অনুযায়ী, জেডিইউ বেশ কয়েক জন প্রবীণ নেতার ওপর আস্থা রেখেছে। বিহার সরকারের মন্ত্রী বিজয়কুমার চৌধুরীকে তার পূর্বের আসন থেকে মনোনীত করা হয়েছে। আলমনগর থেকে নরেন্দ্রনারায়ণ যাদব এবং বিহারীগঞ্জ থেকে নিরঞ্জনকুমার মেহতার মতো বিশিষ্ট নামও তালিকায় রয়েছে।

এলজেপির নজরে থাকা চার আসনে জেডিইউয়ের প্রার্থী দেওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, চিরাগ পাসোয়ানের ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছে জেডিইউ। সেই কারণেই আসন ভাগাভাগি নিয়ে এনডিএয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে। যদিও জেডিইউয়ের বক্তব্য, জোটের মধ্যে কোনও মতপার্থক্য নেই। এই বিষয়ে দলের কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা বলেন, "এনডিএ সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আমরা বিহারের উন্নয়নকে হাতিয়ার করে একসঙ্গে এই নির্বাচন লড়ব।" তিনি আরও স্পষ্ট করে বলেন, তাদের সরিকদের সঙ্গে আলোচনা হয়েছে। সব তরফ থেকে ঐকমত হওয়ার পরেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। 

অন‍্যদিকে প্রার্থীদের নাম ঘোষণার সাথে সাথে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ভোটের প্রচার শুরুর জন্য প্রস্তুতির নিচ্ছেন। আগামীকাল, বৃহস্পতিবার থেকেই তিনি তার নির্বাচনী প্রচার শুরু করতে পারেন বলেও জানা গিয়েছে। বাকি আসনগুলিতে প্রার্থী ঘোষণা দ্রুত করা হবে বলে সুত্রের খবর।


Share