Narendra Modi puts Aizawl on rail map

মিজোরামের প্রথম রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের রেল মানচিত্রে জুড়ে গেল আইজল

২০১৪ সালের লোকসভা নির্বাচনে জেতার পর নরেন্দ্র মোদীই উত্তর পূর্বের এই রাজ্যটির প্রথম রেলপথের শিলান্যাস করেছিলেন। দশ বছর পরে সেই রেলপথ তৈরি হয়েছে। দেশের রেল মানচিত্রে আইজলের জুড়ে যাওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

সাংরাই রেলস্টেশন চিরাচরিত পোশাকে মিজোরামের যুবারা।
নিজস্ব সংবাদদাতা, আইজল
  • শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪১

দেশ স্বাধীন হওয়ার প্রায় সাত দশক পর রেলপথে যুক্ত হল মিজোরাম। আজ রাজ্যের রাজধানী আইজলে নতুন রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে খারাপ আবহাওয়ার জন্য অনুষ্ঠান স্থলে যেতে পারেননি তিনি। আইজলের লেঙ্গপুই বিমানবন্দর থেকে ভার্চুয়াল মাধ্যমে রেলপথের উদ্বোধন করেন মোদী।

২০১৪ সালে নির্বাচনে জেতার পর নরেন্দ্র মোদীই উত্তর পূর্বের এই রাজ্যটির প্রথম রেলপথের শিলান্যাস করেছিলেন। উদ্বোধন অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ উত্থাপন করে বলেন, “আমাদের দুর্ভাগা দেশের বহু রাজনৈতিক দল উন্নয়নের নামে শুধু রাজনীতি করেছে। তাই স্বাধীনতার এত বছর পর মিজোরামে রেল পৌঁছাল।”

আপাতত আইজলের সাইরাং স্টেশন থেকে তিন জোড়া নতুন ট্রেন পরিষেবা চালু করার ঘোষণা করছে ভারতীয় রেলওয়ে। ১৬ সেপ্টেম্বর থেকে কলকাতা–সাইরাং ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেসের নিয়মিত পরিষেবা পাওয়া যাবে প্রতি শনিবার, মঙ্গলবার এবং বুধবার। দুপুর ১২:২৫ মিনিটে কলকাতা থেকে রওনা দিয়ে পরের দিন রাত পৌনে আটটা নাগাদ সাইরাং পৌঁছাবে ১৩১২৫ নম্বর ট্রেনটি। এ ছাড়াও দিল্লির আনন্দ বিহার টার্মিনাল ও গুয়াহাটি পর্যন্ত দুটি ট্রেন চলবে।


Share