President’ Helicopter Faces Accident At Kerala

কেরলে দুর্ঘটনার কবলে রাস্ট্রপতির কপ্টার, অবতরণের পরে ভাঙল হেলিপ‍্যাডের একাংশ, অল্পের জন্য প্রাণে রক্ষা

ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। রীতিমতো হাত দিয়ে ঠেলে সোজা করতে হয় তা। পরে চাকা বসে যাওয়া কপ্টারটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে সড়কপথে রওনা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

কপ্টারটিকে উদ্ধার করার কাজ চলছে।
নিজস্ব সংবাদদাতা, তিরুবনন্তপুরম
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ০৩:০২

দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কপ্টার। জানা গিয়েছে, মাটি ছোঁয়ার পরেই হেলিকপ্টার হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। আর তাতেই বেসামাল হয়ে বসে যায় হেলিকপ্টারের চাকা। যদিও তার আগেই কপ্টার থেকে নেমে যান রাষ্ট্রপতি। বুধবার সকালে কেরলের প্রমোদমে এই ঘটনাটি ঘটেছে।

কেরলে চার দিনের সরকারি সফরের রয়েছেন রাস্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে শবরীমালা আয়াপ্পা মন্দিরে যাচ্ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ দিন সকাল ৯টা ৫ মিনিটে প্রমোদমে স্টেডিয়ামে নিরাপদেই হেলিপ্যাডে তাঁর কপ্টার অবতরণ করে। রাষ্ট্রপতি হেলিকপ্টার থেকে নামার পরেই ভেঙে যায় কংক্রিটের তৈরি হেলিপ্যাডের একাংশ। জানা গিয়েছে, রাষ্ট্রপতির কপ্টার পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই প্রমোদম ইন্ডোর স্টেডিয়ামে এই হেলিপ্যাডটি তৈরি করা হয়। নিলাক্কলে নামার কথা ছিল রাষ্ট্রপতির। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে হয়।

ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। রীতিমতো হাত দিয়ে ঠেলে সোজা করতে হয় তা। পরে চাকা বসে যাওয়া কপ্টারটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে সড়কপথে রওনা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মুর্মুর কেরালা সফর ২১ অক্টোবর শুরু হয়েছিল। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত কেরলে একাধিক কর্মসূচী রয়েছে তাঁর। মঙ্গলবার তিনি তিরুবনন্তপুরম বিমানবন্দরে পৌঁছোন। সেখানে তাঁকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ অন্যান্য মন্ত্রীরা।


Share