Rajasthan Accident

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, যোধপুরের দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৮ জন, গুরুতর জখম পাঁচ

পুলিশ সূত্রের খবর, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। ৩-৪ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ কমিশনার ওমপ্রকাশ, এমডিএম হাসপাতালের সুপার বিকাশরাজ পুরোহিত এবং অন্যান্য প্রশাসনের কর্তারা ট্রমাসেন্টারে উপস্থিত রয়েছেন।

যোধপুরে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস।
নিজস্ব সংবাদদাতা, যোধপুর
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ০১:০২

রাজস্থানের যোধপুরে ভয়াবহ পথদুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গাড়ির ধাক্কা। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশ কয়েক জন গুরুতর জখম হয়েছেন। জখমদের উদ্ধার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার যোধপুর জেলার মোতোরায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বিকানেরের কোলায়ত দর্শন করে সূরসাগরের দিকে যাচ্ছিলেন একটি যাত্রীবাহী বাস। সেই সময় বাসটি ভারতমালা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার সময় বাসটির গতি যথেষ্ট বেশি ছিল। 

পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছেন তাঁরা। এই দুর্ঘটনা নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা শোক প্রকাশ করেছেন। তিনি যোধপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন, যেন আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য “গ্রিন করিডর” তৈরি করা হয়।

পুলিশ সূত্রের খবর, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।  ৩-৪ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ কমিশনার ওমপ্রকাশ, এমডিএম হাসপাতালের সুপার বিকাশরাজ পুরোহিত এবং অন্যান্য প্রশাসনের কর্তারা ট্রমাসেন্টারে উপস্থিত রয়েছেন।


Share