Goods and Service Tax

মোদীর ‘দিওয়ালি গিফট’, জিএসটি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, কার্যকর সেপ্টেম্বরেই

১২ এবং ২৮ শতাংশের যে জিএসটি স্তর ছিল, তা তুলে দেওয়া হল। এ বার থেকে ৫ এবং ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হবে।

জিএসটি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ অগস্টে লালকেল্লা থেকে ঘোষণা করেছিল, যে এ বছর পণ‍্য পরিষেবা কর (জিএসটি)-এ বড় পরিবর্তন আসতে চলেছে। বলেছিলে, ‘দিওয়ালির গিফট’। সেই করের কাঠামোয় কেন্দ্রীয় সরকার যে পরিবর্তনের প্রস্তাব করেছিল, তা জিএসটি কাউন্সিল অনুমোদন করেছে। বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি হার ঘোষণা করেছেন। এ বার থেকে দু’টি হারে জিএসটি কার্যকর হবে- ৫ এবং ১৮ শতাংশ। ১২ এবং ২৮ শতাংশের যে জিএসটি স্তর ছিল, তা তুলে দেওয়া হল। কিন্তু দু’টি করের কাঠামো কেন তুলে দেওয়া হল, তা স্পষ্ট নয়। এ ছাড়াও কিছু পণ‍্যকে ৪০ শতাংশ কর কাঠামোর বিশেষ তালিকায় রাখা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর হবে।

দাম কমেছে কিসের?

টুথপেস্ট, ব্রাশ, সাবান, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে আরে ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হতো। এখন এই সব পণ্য কিনতে ৫ শতাংশ জিএসটি দিতে হয়।

দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির ওপর ৫ শতাংশ জিএসটি ছিল। তা প্রত‍্যাহার করে নেওয়া হয়েছে।

মাখন, ঘি, চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের ওপর ১২ শতাংশ কমে হল ৫ শতাংশ জিএসটি করা হয়েছে। একই হারে জিএসটি ধার্য হবে পেয়ারা, আম, খেজুর, বাদাম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে।

পশুচর্বি, সংরক্ষিত বা রান্না করা মাংস, সসেজ, মাছ, চিনি, পাস্তা, নুডুলস এবং বিভিন্ন সব্জির দাম কমছে। এই সব পণ‍্যের ক্ষেত্রে আগে ১২ শতাংশ হারে জিএসটি দিতে হতো। এখন থেকে ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে। 

নারকেলের জল, জ‍্যম, জেলি, মাশরুম, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের ২০ লিটার বোতলের ওপর ১২ শতাংশ জিএসটি থেকে কমে হল ৫ শতাংশ।

মিছরি, মধু, কর্নফ্লেক্স, চকোলেট, আইসক্রিম, কেক, পেস্ট্রি, সুপ, জিলেটিনের ওপর এতদিন ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হত। কিন্তু এখন তা কমে ৫ শতাংশ করে দিতে হবে।

সমস্ত জীবনবীমা এবং স্বাস্থ্য বীমার ওপর থেকে জিএসটি সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি চশমার লেন্স, থার্মোমিটার, অক্সিজেন, গ্লুকোমিটার এবং বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামে ১২ শতাংশের পরিবর্তে এখন থেকে ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে।

দাম কমেছে বিড়ির। বিড়ির পাতার ওপর ১৮ শতাংশ থেকে জিএসটি হচ্ছে ৫ শতাংশ। বিড়ির ওপর থেকে ২৮ শতাংশ থেকে কমে হচ্ছে ১৮ শতাংশ।

সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ‍্যামোনিয়ার ওপর জিএসটি ৫ শতাংশ হারে ধার্য করা হবে।

৩২ ইঞ্চির ওপর টিভি, প্রজেকটর, মনিটর, এসি, ডিস পরিস্কার করার যন্ত্র, ছোট গাড়ি, ৩৫০ সিসির নীচে মোটরবাইকের দাম কমছে। এখন থেকে এই সব পণ‍্যগুলির ওপর ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।

দাম বেড়েছে কিসের?

প্রাইভেট জেট, বিলাসবহুল গাড়ি, ৩৫০ সিসির ওপর মোটরবাইক, রেসিং কারের ওপর ৪০% জিএসটি আরোপ করা হয়েছে।

কার্বনযুক্ত পানীয়, পান মশলা, অতিরিক্ত চিনি মিশ্রিত পানীয়ের ওপর ২৮ শতাংশ থেকে জিএসটি বেড়ে ৪০ শতাংশ করা হয়েছে।

সিগারেট, চুরুট এবং তামাকজাত বাকি পণ্যের ক্ষেত্রে এ বার থেকে ৪০ শতাংশ জিএসটি ধার্য করা হবে। পাশাপাশি কয়লার দামও বাড়ছে। সে ক্ষেত্রে জিএসটি ৫ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশ হয়েছে।


Share