Road Accident

উত্তর প্রদেশে দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত্যু চার জন চিকিৎসকের

উত্তরপ্রদেশের আমরোহায় ৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ২ বাঙালি সহ ৪ চিকিৎসকের। তাঁদের মধ্যে একজন বেলঘরিয়ার বাসিন্দা অর্ণব চক্রবর্তী (২৫)। বুধবার রাতে তাঁরা গাড়ি নিয়ে বেরিয়েছিল

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, আমরোহায়
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০১:২৭

উত্তরপ্রদেশের আমরোহায় দুর্ঘটনা মৃত চার জন চিকিৎসক। ভিনরাজ্যে দুর্ঘটনায় মৃত ৪ চিকিৎসকের মধ্যে ১ জন পশ্চিমবঙ্গবাসী ও ১ জন ত্রিপুরার বাসিন্দা। আমরোহায় দুর্ঘটনায় নিহত বেলঘরিয়া নিবাসী চিকিৎসক অর্ণব চক্রবর্তী। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু চার চিকিৎসকের। পুলিশ সূত্রে খবর, গাড়ির ভিতরে চার জনের দেহ ভিতরে আটকে ছিল।

উত্তরপ্রদেশের আমরোহায় ৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল জন চিকিৎসকের। তাঁদের মধ্যে একজন বেলঘরিয়ার বাসিন্দা অর্ণব চক্রবর্তী (২৫)। বুধবার রাতে তাঁরা গাড়ি নিয়ে বেরিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের কয়েক কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে তাঁদের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ চিকিৎসকের। পুলিশ সূত্রের খবর, চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। দ্রুত গতিতে গাড়ি চালানো হচ্ছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন ডাক্তাররা, গাড়িতে মদের বোতল ও চিপস পাওয়া গেছে। মৃত চিকিৎসক পরিবারের দাবি, ছেলে মদ্যপান করে না, গাড়িও চালাতে পারে না। 'দুর্ঘটনায় নিহত চার চিকিৎসক আমরোহার ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের ২০২০ ব্যাচের ডাক্তারি পড়ুয়া। পড়া শেষ করে চার ডাক্তার ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করছিলেন। চার ডাক্তার গভীর রাতে বিশ্ববিদ্যালয় থেকে বেড়াতে বেরিয়েছিলেন।


Share