8th Pay Commission

অষ্টম পে কমিশন গঠিত, ন্যূনতম বেতন বাড়তে পারে ৪১ হাজারে, ২০২৬ থেকেই কার্যকর হওয়ার ইঙ্গিত

লোকসভায় শীতকালীন অধিবেশনে কেন্দ্র ঘোষণা করল অষ্টম পে কমিশন গঠনের বিষয়টি। ৫০ লক্ষ কর্মী ও ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য বেতন কাঠামো বদলের প্রস্তুতি, ন্যূনতম বেতন বাড়তে পারে ৪১ হাজার টাকা পর্যন্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৪:৩১

লোকসভায় শীতকালীন অধিবেশনে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন নিয়ে বিস্তারিত জানাল নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন–ভাতা পুনর্বিন্যাসের দায়িত্বে থাকা এই কমিশন সম্পর্কিত এক লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

তিনি জানান, অষ্টম পে কমিশন ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে এবং গত ৩ নভেম্বর অর্থ মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এর শর্তাবলী বা দায়িত্বের পরিধি নির্ধারিত হয়েছে। এই কমিশনের আওতায় আসবেন ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী। ফলে এই সংস্থা এক বৃহৎ কর্মীসংখ্যার বেতন কাঠামো পুনর্বিন্যাসের দায়িত্বই নিতে চলেছে।

বেতন বৃদ্ধি কার্যকর হওয়ার সময়সীমা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রী। নিয়ম অনুযায়ী, কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা, তাই ২০২৭ সালের মাঝামাঝি সময়ে সে রিপোর্ট সরকার হাতে পাবে বলে অনুমান। এরপর সরকার সিদ্ধান্ত নেবে কখন থেকে সংশোধিত বেতন চালু হবে। প্রচলিত রীতি অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে পে কমিশনের সুপারিশ কার্যকর ধরা হতে পারে। অর্থাৎ সুপারিশ পরে এলেও বকেয়া সমেত সেই তারিখ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে, আগের কমিশনগুলির ক্ষেত্রেও যা দেখা গিয়েছিল।

সরকারি তথ্য বলছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ইন্ডাস্ট্রিয়াল ও নন-ইন্ডাস্ট্রিয়াল কর্মচারী, অল ইন্ডিয়া সার্ভিসের সদস্য, প্রতিরক্ষা কর্মী, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কর্মচারী এবং আরও কিছু নির্দিষ্ট দফতর এই কমিশনের আওতায় থাকবে। বেতন কতটা বাড়তে পারে, তা নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বর্তমান ইঙ্গিতে বোঝা যাচ্ছে, প্রায় ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে এবং ন্যূনতম বেসিক পে ৩৪,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৪১ হাজার টাকা করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। নতুন বেতন কাঠামো চালু হলে সাধারণত মহার্ঘভাতা শূন্যে ফিরে যায়, তবে সরকার জানিয়েছে—মহার্ঘভাতা স্থায়ীভাবে বেসিকের সঙ্গে যুক্ত করার কোনও পরিকল্পনা আপাতত নেই।

এর আগে সপ্তম পে কমিশনের সুপারিশ ঘোষণার ছয় মাসের মধ্যেই তা কার্যকর হয়েছিল। তবে অতীতের কয়েকটি কমিশনের ক্ষেত্রে বাস্তবায়ন হতে কয়েক বছর পর্যন্ত সময় লেগেছে। এবারের কমিশন সেই অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত সুপারিশ জমা দিয়ে বেতন কাঠামো নতুন করে সাজানোর লক্ষ্যেই কাজ শুরু করেছে।


Share