Road Accident

রাজস্থানের জাতীয় সড়কে দুর্ঘটনা! মৃত তিন, গুরুতর আহত অন্তত ২৮

পুলিশ সূত্রে খবর, বাসে ৫০জন যাত্রী ছিলেন। তাঁরা গুজরাটের ভালসাদ এলাকার বাসিন্দা। তাঁরা বৈষ্ণদেবী দর্শন করে খাটুশ্যামজির মন্দিরে যাচ্ছিলেন। সেই সময়েই ঝুনঝুনু থেকে বিকানেরের দিকে আসছিল একটি ট্রাক। রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয় বাস আর ট্রাকের মধ্যে।

দুর্ঘটনাগ্রস্থ বাস
নিজস্ব সংবাদদাতা, জয়পুর
  • শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০২:০৩

রাজস্থানে জয়পুর-বিকানের জাতীয় সড়কে দুর্ঘটনা। মৃত তিন এবং গুরুতর জখম কমপক্ষে ২৮। মঙ্গলবার রাত ১১টা নাগাদ রাজস্থানের শিকার জেলার ফতেপুরের কাছে জয়পুর-বিকানের জাতীয় সড়কে দুর্ঘটনা। স্লিপার ক্লাস বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাসের তিন যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি যাত্রীদের চিকিৎসা এখনও চলছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।

পুলিশ সূত্রে খবর, বাসে ৫০জন যাত্রী ছিলেন। তাঁরা গুজরাটের ভালসাদ এলাকার বাসিন্দা। তাঁরা বৈষ্ণদেবী দর্শন করে খাটুশ্যামজির মন্দিরে যাচ্ছিলেন। সেই সময়েই ঝুনঝুনু থেকে বিকানেরের দিকে আসছিল একটি ট্রাক। রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয় বাস আর ট্রাকের মধ্যে।

বিকট আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন স্থানীয় থানায়। ফতেপুর থানার পুলিশ এসে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।


Share