Helicopter Crash

নিউ জার্সিতে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু পাইলটের, গুরুতর জখম আরও এক

রবিবার নিউ জার্সির হ‍্যামনটনে স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যামনটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের ওপর ঘটনাটি ঘটেছে। সেখানে আচমকা দু’টি হেলিকপ্টার একই রুটে চলে আসে।

ভেঙে পড়ে রয়েছে দু’টি হেলিকপ্টার।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৯

মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ। এই দুর্ঘটনায় মৃত্যু হল পাইলটের। গুরুতর আহত হয়েছেন আরও একজন পাইলট। আমেরিকার নিউ জার্সিতে ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় আরেক পাইলটরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার নিউ জার্সির হ‍্যামনটনে স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যামনটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের ওপর ঘটনাটি ঘটেছে। সেখানে আচমকা দু’টি হেলিকপ্টার একই রুটে চলে আসে। এর পরেই মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয়। দু’টি হেলিকপ্টারে দু’জন পাইলটেরাই ছিলেন।

দু’টি এনস্ট্রম এফ-২৮এ এবং এনস্ট্রম ২৮০সি হেলিকপ্টার সংঘর্ষের পরে মাটিতে দ্রুতগতিতে এসে আছাড়ে পড়ে। এর পরেই তাতে আগুন ধরে যায়। বিমান দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছোন। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। জখম পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


Share