Terrorism At Nigeria

উত্তর-পূর্ব নাইজেরিয়ার মসজিদে নমাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু কমপক্ষে ১০ জনের, জখমদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে

দীর্ঘদিন ধরে নাইজেরিয়ার এই এলাকা ইসলামিক সন্ত্রাসে জর্জরিত হয়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, মাইদুগুরি বর্নো রাজ্যের রাজধানী। মইদুগুরি দীর্ঘদিন ধরে ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারাম এবং তাদের শাখা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রোভিন্স (আইএসডব্লিউএপি)-এর নেতৃত্বে চলা বিদ্রোহের কেন্দ্রস্থল।

মসজিদে নমাজ চলাকালীন বিস্ফোরণ নাইজেরিয়ায়।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১০:৫৮

উত্তর-পূর্ব নাইজেরিয়ার মসজিদে ভয়াবহ বিস্ফোরণ। জানা গিয়েছে, বর্নো রাজ্যের রাজধানী মইদুগুরি শহরের একটি মসজিদে সন্ধ্যায় নমাজ চলাকালীন বিস্ফোরণটি হয়। ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে। জখম হয়েছেন ৩০ জন। তাদের বেশিরভাগই আশঙ্কাজনক। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বুধবার সন্ধ্যায় বিষ্ফোরণের ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে প্রত‍্যক্ষদর্শীরা জানিয়েছে, গাম্বোরু মার্কেট এলাকার একটি ভিড়ঠাসা মসজিদের ভেতরে বিস্ফোরণটি ঘটে। তখন সন্ধ্যার নমাজ পড়তে সমবেত হয়েছিলেন। আচমকা বিস্ফোরণ ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়া ও ধ্বংসস্তূপের মধ্যে প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে তারা। এখনও পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। ৩০ জন জখম হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশিরভাগ আহতদের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

পুলিশের প্রাথমিক অনুমান, মসজিদের ভেতরেই বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। নমাজ চলাকালীন তাতে চাপ পড়ে বিস্ফোরণ হয়। তবে কিছু প্রত্যক্ষদর্শী ঘটনাটিকে আত্মঘাতী হামলা বলেও দাবি করেছেন। যদিও কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু নিশ্চিত করেনি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। নাইজেরিয়ার এক মিলিশিয়া নেতা বাবাকুরা কোলোর মতে, অতীতেও মাইদুগুরিতে জঙ্গিরা আত্মঘাতী হামলাকারী ও ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে মসজিদ ও জনবহুল এলাকায় হামলা চালিয়েছে।

দীর্ঘদিন ধরে নাইজেরিয়ার এই এলাকা ইসলামিক সন্ত্রাসে জর্জরিত হয়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, মাইদুগুরি বর্নো রাজ্যের রাজধানী। মইদুগুরি দীর্ঘদিন ধরে ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারাম এবং তাদের শাখা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রোভিন্স (আইএসডব্লিউএপি)-এর নেতৃত্বে চলা বিদ্রোহের কেন্দ্রস্থল। অতীতে এই অঞ্চলটি প্রায়ই হিংসার সাক্ষী হয়েছে। ২০০৯ সালে বর্নো রাজ্য থেকেই বোকো হারাম তাদের বিদ্রোহ শুরু করে। যাদের লক্ষ্য ছিল একটি ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০০৯ সাল থেকে চলা এই ইসলামিক জঙ্গি সন্ত্রাসের কারণে অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ২০ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে। যদিও বিগত এক দশক আগের তুলনায় হিংসা ঘটনা কিছুটা কমেছে। তবুও এই সংঘাত নাইজেরিয়ার সীমা পেরিয়ে প্রতিবেশী নাইজার, চাদ এবং ক্যামেরুনেও ছড়িয়ে পড়েছে। এর জেরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছে নিরাপত্তা বিশেষজ্ঞরা।


Share