Blast At Switzerland Hotel

সুইজারল্যান্ডের পানশালায় নববর্ষের পার্টি চলাকালীন জোরালো বিস্ফোরণ, মৃত্যু অন্তত ৪০ জনের, গুরুতর জখম বহু

সংবাদ সংস্থা এএফপি-কে স্থানীয় পুলিশ জানিয়েছে, “স্থানীয় সময় গভীর রাত ১টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। কীভাবে বিস্ফোরণ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তার তদন্ত চলছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অনেক মানুষ মারা গিয়েছে। অনেকে জখমও হয়েছেন।”

সুইজারল্যান্ডের পানশালায় বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৩:০৭

নববর্ষের পার্টি চলাকালীন সুইজারল্যান্ডের পানশালায় জোরালো বিস্ফোরণ। শেষ পাওয়া খবর অনুযায়ী ৪০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডের ক্রানস্ মোন্তানার স্কাই রিসর্ট শহরের লে কনস্টেলেশন পানশালায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। সেই সময় প্রায় ১০০ জনের বেশি মানুষ ওই পানশালায় নববর্ষ উদযাপন করার জন্য জড়ো হয়েছিলেন। সেই সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল। ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার পরে ঘটনাস্থল থেকে উদ্ধারকাজ শুরু হয়।

সংবাদ সংস্থা এএফপি-কে স্থানীয় পুলিশ জানিয়েছে, “স্থানীয় সময় গভীর রাত ১টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। কীভাবে বিস্ফোরণ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তার তদন্ত চলছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অনেক মানুষ মারা গিয়েছে। অনেকে জখমও হয়েছেন।” মৃত এবং জখমদের পরিবারের সহায়তার জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

উল্লেখ্য, ক্রানস্ মোন্তানা অবস্থান সুইস আল্পসে্-এর মাঝেই। প্রতি বছর এই সময় বহু পর্যটক এখানে এসে ভিড় জমান। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন থেকে মাত্র দু’ঘন্টা দূরে।


Share