South Africa Shooting

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কাছে প্রকাশ‍্য রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি, ঘটনাস্থলেই মৃত্যু ১০ জনের , জখম আরও ১০ জন

চলতি মাসে গত ৬ ডিসেম্বর প্রিটোরিয়ার একটি হোস্টেলে ঢুকে একই হামলার ঘটনা ঘটে। সেখানে গুলি চালানোর ঘটনায় একটি তিন বছরের শিশু-সহ ১২ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরও একটি ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকায়।

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০৬:২১

আবার দক্ষিণ আফ্রিকায় চলল গুলি। সেখানে প্রকাশ্য রাস্তায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। রবিবার ভারতীয় সময় অনুযায়ী সকালে জোহানেসবার্গের কাছে ঘটনাটি ঘটেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১০ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও ১০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সংবাদসংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, ঘটনার কেন্দ্রস্থল জোহানেসবার্গ শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকারসডাল। যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে থেকে কাছেই দক্ষিণ আফ্রিকার সোনার খনি রয়ছে। রবিবার সকালে সেখানকার একটি পানশালার বাইরে আচমকা হামলা চালায় একদল বন্দুকধারী। পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রকাশ্য রাস্তায় একদল বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। আরও ১০ জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গৌতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি সংবাদসংস্থা এএফপি-কে বলেছেন, ‘‘আততায়ীরা কারা, সে সম্পর্কে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও তথ্য নেই। তদন্ত চলছে।’’ দক্ষিণ আফ্রিকার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি গাড়ি করে দুষ্কৃতীরা আসে। এসে বেকারসডালের পানশালা লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। তার পরে সেখান থেকে পালিয়ে যায়। দুষ্কৃতীদের মধ্যে একজন ওই পানশালার খাওয়াদাওয়া করেছে। তবে কী কারণে এই হামলা এখনও স্পষ্ট নয় বলে জানিয়ে পুলিশ।

উল্লেখ্য, চলতি মাসে গত ৬ ডিসেম্বর প্রিটোরিয়ার একটি হোস্টেলে ঢুকে একই হামলার ঘটনা ঘটে। সেখানে গুলি চালানোর ঘটনায় একটি তিন বছরের শিশু-সহ ১২ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরও একটি ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকায়।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা ৬৩ মিলিয়ন। বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা উচ্চ অপরাধ প্রবণতায় ভুগছে। যেখানে কাউকে খুন করে হত্যার হার বিশ্বের অন‍্যান‍্য দেশের থেকে বেশি। মহাদেশের সবচেয়ে শিল্পোন্নত এই দেশটি সংগঠিত অপরাধচক্র দুর্নীতির সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে।


Share