Israel Declares Somaliland As Independent

সোমালিয়ার বিচ্ছিন্ন অংশ পেল স্বীকৃতি, আফ্রিকার সোমালিল‍্যান্ডকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা ইজরায়েলের

সোমালিল্যান্ডের অবস্থান অত্যন্ত কৌশলগত। এটি আদেন উপসাগরের তীরে অবস্থিত। তাদের নিজস্ব মুদ্রা, পাসপোর্ট ও পুলিশ বাহিনী রয়েছে। ১৯৯১ সালে সাবেক স্বৈরশাসক জেনারেল সিয়াদ বার-এর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের পর অঞ্চলটি আত্মপ্রকাশ করে। তবে এরপর থেকে দীর্ঘদিন দেশটি আন্তর্জাতিক ভাবে বিচ্ছিন্ন।

সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরহমান মহম্মদ আবদুল্লাহি।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৩:২১

সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিল ইজরায়েল। আনুষ্ঠানিক ভাবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনের নেতানিয়াহু তা জানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, কৃষি, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে ইজরায়েল অবিলম্বে সহযোগিতা বাড়াতে চায়। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরহমান মহম্মদ আবদুল্লাহি এই ঘটনাকে “একটি ঐতিহাসিক মুহূর্ত” বলে অভিহিত করেছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইজরায়েলের স্বীকৃতি অন্য দেশগুলোকেও একই পথে হাঁটতে উৎসাহিত করতে পারে। যা এই অঞ্চলটির কূটনৈতিক মর্যাদা ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার আরও বাড়াবে। যদিও এই সিদ্ধান্তকে তীব্র নিন্দা করেছেন সোমালিয়া, মিশর, তুরস্ক ও জিবুতির বিদেশমন্ত্রীরা। তাঁরা এক যৌথ বিবৃতিতে ইজরায়েলের ঘোষণার প্রতি তাদের “সম্পূর্ণ প্রত্যাখ্যান”-এর কথা জানিয়েছে।

সোমালিল‍্যান্ডের প্রেসিডেন্ট আবদুল্লাহি এক বিবৃতিতে বলেন, সোমালিল্যান্ড আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। যা আঞ্চলিক ও বিশ্ব শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, ‘আরব এবং আফ্রিকা জুড়ে অংশীদারিত্ব গড়া, পারস্পরিক সমৃদ্ধি বাড়ানো এবং স্থিতিশীলতা জোরদারে সোমালিল্যান্ড প্রতিশ্রুতিবদ্ধ।’

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সমাজমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, দুই দেশ “পূর্ণ কূটনৈতিক সম্পর্ক” স্থাপনে সম্মত হয়েছে। যার মধ্যে রাষ্ট্রদূত নিয়োগ। দূতাবাসও খোলাও থাকবে।

তিনি বলেন, “দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমি আমার মন্ত্রককে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।”

এদিকে মিশরের বিদেশমন্ত্রী সোমালিয়া, তুরস্ক ও জিবুতির সঙ্গে পৃথক ভাবে ফোনে কথা বলেন, যেখানে ইসরায়েলের ঘোষণা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মিশরের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, চার দেশই সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এমন একতরফা পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে। তাঁদের দাবি, এমন সিদ্ধান্তের ফলে স্থিতিশীলতা নষ্ট করতে পারে। সোমালিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সমান্তরাল “অন্য কাঠামো” তৈরি করতে পারে।

তাঁরা আরও বলেন, কোনো সার্বভৌম রাষ্ট্রের অংশবিশেষকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের অধীনে একটি বিপজ্জনক নজির স্থাপন করতে পারে। তাঁরা আবার প‍্যালেস্টাইনের পক্ষ নিয়ে বলেছে, নিজ ভূমির বাইরে বাস্তুচ্যুত করার যে কোনও পরিকল্পনাও প্রত্যাখ্যান করছে।

ইসরায়েল বহু বছর ধরে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলির সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করে আসছে। তবে গাজা ও ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধগুলি সেই পথে একটি প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে। ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ দিকে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিগুলির মধ্যে একটি হল আব্রাহাম চুক্তি নামে পরিচিত। এই চুক্তির ফলে সংযুক্ত আরব আমিরশাহি ও মরক্কোর মতো মুসলমান-অধ্যুষিত দেশ-সহ কয়েকটি দেশকে ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়। পরে আরও দেশ এই চুক্তিতে যোগ দেয়।

সোমালিল্যান্ডের অবস্থান অত্যন্ত কৌশলগত। এটি আদেন উপসাগরের তীরে অবস্থিত। তাদের নিজস্ব মুদ্রা, পাসপোর্ট ও পুলিশ বাহিনী রয়েছে। ১৯৯১ সালে সাবেক স্বৈরশাসক জেনারেল সিয়াদ বার-এর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের পর অঞ্চলটি আত্মপ্রকাশ করে। তবে এরপর থেকে দীর্ঘদিন দেশটি আন্তর্জাতিক ভাবে বিচ্ছিন্ন। প্রায় ৬০ লাখ জনসংখ্যার এই স্বঘোষিত প্রজাতন্ত্রটি সাম্প্রতিক সময়ে সোমালিয়া, ইথিওপিয়া ও মিশরকে ঘিরে একাধিক আঞ্চলিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

উল্লেখ্য, গত বছর স্থলবেষ্টিত ইথিওপিয়া সোমালিল্যান্ডের একটি উপকূলীয় অঞ্চল বন্দর ও সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য ইজারা নেওয়ার চুক্তি করলে সোমালিয়া ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানায়।


Share