Murder Case

পুনে ধারাবাহিক বিস্ফোরণকান্ডের অন‍্যতম অভিযুক্তকে লক্ষ্য করে পরপর গুলি, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু, থানায় আত্মসমর্পণ দুষ্কৃতীরা

গুলিবিদ্ধ অবস্থায় আসলামকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। কর্তব‍্যরত চিকিৎসকেরা আসলামকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে সম্ভাজিনগরের জিএমসিএইচ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আসলাম সাব্বির জাহগিরদার ওরফে বান্টি।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১১:১৪

২০১২ সালে পুনেতে ধারাবাহিক বিস্ফোরণে মামলায় অন‍্যতম অভিযুক্ত আসলাম সাব্বির শেখ ওরফে বান্টিকে গুলি করে খুন। আত্মীয়ের শেষকৃত্য সেরে ফেরার পথে তাকে গুলি করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে দুই দুষ্কৃতী খানায় গিয়ে আত্মসমর্পণ করে।

আসলাম সাব্বির শেখ অহিল‍্যানগরের শ্রীরামপুরের বাসিন্দা। বুধবার বিকেলে পুনের শ্রীরামপুর সিটি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সেই সময় আসলাম এক আত্মীয়ের মোটরবাইকে চেপে ফিরছিলেন। কবরস্থানে আরেক আত্মীয়ের শেষকৃত্য সেরে ফিরছিলেন। সেই সময় দুই দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে আসলামকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। আসলামের বুকে এবং পেটে গুলি গিয়ে লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় আসলামকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। কর্তব‍্যরত চিকিৎসকেরা আসলামকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে সম্ভাজিনগরের জিএমসিএইচ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন‍্যদিকে, সিসি ক্যামেরায় ধরা পড়া দুই অভিযুক্ত বুধবার রাতেই শিরডি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। কী কারণে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নাসিক রেঞ্জের আইজি দত্তাত্রয় কারালে শ্রীরামপুরে সিটি থানায় পৌঁছোন। শ্রীরামপুরের ডেপুটি এসপি জয়দত্ত ভাবর বলেন, “হেফাজতে পাওয়ার পর আমরা দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করব।”

স্থানীয় স্তরে আসলামের পরিবার রাজনৈতিক ভাবে সক্রিয়। তাঁর মা শ্রীরামপুর পুরসভার কাউন্সিলের প্রাক্তন সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর পর, তাঁর বৌদি তারান্নুম শেখ জাহাগিরদার পুরসভার উপনির্বাচনে জয়ী হন। সদ্য সমাপ্ত শ্রীরামপুর মিউনিসিপাল কাউন্সিল নির্বাচনে তাঁর তুতো ভাই রইস শেখ জাহাগিরদার ৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন।

উল্লেখ্য, ২০১২ সালের ১ আগস্ট, পাঁচটি সমন্বিত কম তীব্রতার বিস্ফোরণে পুনের জেএম রোড কেঁপে ওঠে। ঘটনায় একজন জখম হন। ২০১৩ সালের জানুয়ারিতে মহারাষ্ট্র এটিএস আসলামকে গ্রেফতার করে। বিস্ফোরণের অভিযুক্তের অস্ত্র সরবরাহের অভিযোগে ছিল। ২০২৩ সালে আসলাম সাব্বির জাহগিরদার ওরফে বান্টিকে জামিন দেয় আদালত। ১৯৯৭ সাল থেকে তাঁর বিরুদ্ধে মোট ১৭টি এফআইআর নথিভুক্ত ছিল।


Share