distraught Simba

“মায়ের মতো প্রিয় মানুষকে হারিয়ে দিশেহারা সিম্বা, শোকতাপে কাবু সেই সারমেয়র খোঁজ দিলেন পরাগ।”

শেফালী জরিওয়ালার মৃত্যুর পর শুধু তাঁর পরিবার নয়, আলোচনায় উঠে আসে তাঁর প্রিয় পোষ্য সিম্বাও। ২৮ জুন, অর্থাৎ মৃত্যুর পরদিনই, শেফালীর স্বামী পরাগ ত্যাগীকে সিম্বাকে নিয়ে রাস্তায় হাঁটতে দেখা যায়। এই দৃশ্য ঘিরে শুরু হয়েছিল সমালোচনার ঝড়। অনেকে পরিস্থিতি উপেক্ষা করে তাঁকে কটাক্ষ করলেও পোষ্যপ্রেমীরা বিষয়টি বুঝে নিয়ে তাঁর পাশে দাঁড়ান।

শেফালী জরিওয়ালা - পরাগ ত্যাগী
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
কলকাতা নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:০৭ জুলাই ২০২৫ ০৯:১৮

শেফালী জরিওয়ালার মৃত্যুর পর শুধু তাঁর পরিবার নয়, আলোচনায় উঠে আসে তাঁর প্রিয় পোষ্য সিম্বাও। ২৮ জুন, অর্থাৎ মৃত্যুর পরদিনই, শেফালীর স্বামী পরাগ ত্যাগীকে সিম্বাকে নিয়ে রাস্তায় হাঁটতে দেখা যায়। এই দৃশ্য ঘিরে শুরু হয়েছিল সমালোচনার ঝড়। অনেকে পরিস্থিতি উপেক্ষা করে তাঁকে কটাক্ষ করলেও পোষ্যপ্রেমীরা বিষয়টি বুঝে নিয়ে তাঁর পাশে দাঁড়ান।

এর মধ্যেই গুজব ছড়িয়ে পড়ে— শেফালীর মৃত্যুতে ভেঙে পড়েছে সিম্বা, এমনকি সে বেঁচে আছে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন নেটিজেনদের একাংশ। এবার এই সমস্ত জল্পনার জবাব দিলেন পরাগ নিজেই। তিনি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, তিনি এক বৃদ্ধাকে খাবার দিচ্ছেন এবং তাঁর পাশে রয়েছে সিম্বা। বৃদ্ধা তাঁদের দু’জনকে আশীর্বাদ করছেন সস্নেহে।

ভিডিওটির ক্যাপশনে পরাগ লেখেন, “সিম্বা পুরোপুরি সুস্থ এবং চনমনে। মায়ের পারলৌকিক সকল কাজকর্মে সে আমাদের সঙ্গেই অংশ নিয়েছে। যাঁরা সিম্বাকে নিয়ে চিন্তায় ছিলেন, তাঁদের জন্য এই ভিডিও। কারণ কিছু মানুষ মনোযোগ পাওয়ার জন্য আমাদের সন্তানের স্বাস্থ্যের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।”

প্রিয়জন হারানোর দুঃখ পোষ্যরাও অনুভব করে— অনেক সময় তারা বিষণ্নতা বা অসুস্থতায় ভুগে। তাই সিম্বাকে নিয়ে উদ্বেগ ছিল অনেকেরই। তবে এই ভিডিও দেখে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। শেফালীর চলে যাওয়ার শোক যেমন পরিবারের উপর প্রভাব ফেলেছে, তেমনই স্নেহভাজন সিম্বাও সেই শূন্যতা অনুভব করলেও ভালো আছে— এমন বার্তাই দিয়েছেন পরাগ ত্যাগী।


Share