Hanging death body recovered

বোনের বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন, কিন্তু পুরোনো বাড়ি থেকে উদ্ধার হল মৃতদেহ! ঘটনায় হতবাক পরিবারের লোকজন

পরিবার সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ রীনা হারিট গ্রামে বোনের বাড়ি যাবেন বলে বাড়ি থেকে বের হন। তাঁর ছেলে সুগন্ধা বাগপাড়া মোর থেকে মাকে ট্রেকারে তুলে দিয়ে বাড়ি ফিরে আসে। ঘন্টা খানেক পর ছেলে মাসতুতো দাদাকে ফোন করে জানতে পারে মা সেখানে পৌঁছায়নি।

মৃতের নাম রীনা সাঁতরা(৪২)।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০১:৩২

বৃহস্পতিবার বোনের বাড়ি যাবেন বলে বেড়িয়েছিলেন। কিন্তু পুরোনো বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে হুগলির সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের চকগটু গ্রামে। মৃতের নাম রীনা সাঁতরা(৪২)। পোলবা থানার পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে।

পরিবার সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ রীনা হারিট গ্রামে বোনের বাড়ি যাবেন বলে বাড়ি থেকে বের হন। তাঁর ছেলে সুগন্ধা বাগপাড়া মোর থেকে মাকে ট্রেকারে তুলে দিয়ে বাড়ি ফিরে আসে। ঘন্টা খানেক পর ছেলে মাসতুতো দাদাকে ফোন করে জানতে পারে মা সেখানে পৌঁছায়নি।

এরপর খোজ শুরু হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা, এমনকি রাত হয়ে গেলেও কোনো সন্ধান মেলেনা। পরিবারের তরফে সুগন্ধায় অবস্থিত পুলিশ ফাঁড়িতেও জানানো হয়।

এরপর পোলবা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। চকগোটু গ্রামে পুরোনো একটি বাড়ি ছিল রীনার। সেখান থেকে সাদা কাপড়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে সন্দেহ করছে পুলিশ। কিন্তু তা কিছুতেই মানতে পারছে না পরিবার। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রীনা সাঁতরা আর বছর ১৫ নাবালক ছেলেকে নিয়ে থাকতেন। কয়েক বছর আগে স্বামীর মৃত্যু হয়েছে পুকুরে জলে ডুবে। এক মেয়ে ছিল তার বিয়ে দিয়েছিলেন। সেই মেয়েও আত্মঘাতী হয়েছিলেন। এক সময় অনেক কষ্ট করেছিলেন। কিন্তু এখন আর সেই অভাব ছিলো না। তবু কেন এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না মৃতার আত্মীয়রা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।


Share